আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ডুডলে ‘পথের পাঁচালী’

বিষয়টি নিয়ে গুগল ইন্ডিয়ার বিপণন পরিচালক সন্দীপ মেনন বলেন, “গুগল ইন্ডিয়ায় আমরা সবসময়ই মহান ব্যক্তি ও তাদের গল্পের মাধ্যমে অনুপ্রাণিত হই। এবারের এই হোমপেইজ ডুডল এবং নলেজ গ্রাফের ব্যাপারে আমাদের অনুপ্রেরণা এসেছে কিংবদন্তি চিত্রপরিচালক সত্যজিত রায়ের কাছ থেকেই। এতে আমরা তার অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’র একটি দৃশ্য তুলে ধরেছি। গুগল ইন্ডিয়া হোমপেইজে ঢোকামাত্রই দর্শক সত্যজিৎ রায়ের জীবন, জনপ্রিয় সিনেমা, খবর এবং ছবিসমৃদ্ধ একটি ট্যাপেস্ট্রি দেখতে পাবেন। তার মতো একজন, যিনি সিনেমার জন্য নিবেদন করেছিলেন গোটা জীবনটাই; যাঁর রচিত সাহিত্য নাড়া দিয়েছে গোটা বিশ্বের পাঠকদের, তাকে ধন্যবাদ জানানোর জন্যই আমাদের এই উদ্যোগ।


১৯২১ সালের ২ মে ভারতের পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছিলেন সত্যজিৎ। বাংলা শিশুসাহিত্যের দুই দিকপাল- উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর নাতি এবং সুকুমার রায়-এর পুত্র সত্যজিৎ ছিলেন একাধারে চলচ্চিত্র নির্মাতা, চিত্রকর, সাহিত্যিক, সংগীত পরিচালক এবং প্রকাশক। ‘পথের পাঁচালী’ ছিল তার প্রথম চলচ্চিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে ১৯৫৫ সালে এই সিনেমাটি তৈরি করতে স্ত্রীর গয়না বেঁচতে হয়েছিল সত্যজিৎকে; পরে অবশ্য এ জন্য সরকারিভাবে সাহায্য করা হয় তাকে। সে বছর এই সিনেমাটিই জিতে নিয়েছিল ১১টি আন্তর্জাতিক পুরস্কার; যার মধ্যে ছিল কান চলচ্চিত্র উৎসবের পাম ডি অর-ও।

পরে ১৯৫৬ সালে সিনেমা ‘অপরাজিত’ এবং ১৯৫৯ সালে ‘অপুর সংসার’-এর মাধ্যমে সত্যজিৎ পূর্ণ করেন ‘অপু ট্রিলজি’। অনেক সিনেমা বোদ্ধার মতে, এই তিন সিনেমাই তার জীবদ্দশার সেরা কাজ। সাহিত্যিক হিসেবে তার ‘ফেলুদা’ সিরিজ, ‘প্রফেসর শঙ্কু’ সিরিজ এবং বিখ্যাত অনেক ছোটগল্প বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। সুকুমার রায়ের পর বিখ্যাত শিশু সাময়িকী ‘সন্দেশ’-এর প্রকাশনাও সাফল্যের সঙ্গে চালিয়ে গেছেন সত্যজিৎ।
বর্ণাঢ্য পেশাজীবনে ৩২ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সত্যজিৎ।

জীবনের শেষভাগে এসে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ তাকে ভূষিত করে অস্কারের আজীবন সম্মাননায়। তার নির্মিত বেশিরভাগ সিনেমাই অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্রের বিভাগে ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করত।
১৯৯২ সালের এপ্রিলে মৃত্যবরণ করেন এই মহান শিল্পী।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.