আমাদের কথা খুঁজে নিন

   

পথের বাঁকে

সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া । চুপি চুপি করে দিনগুলি পালায়, জীবনের পাতাগুলো এক এক করে ঝরে যায়; উচ্ছল দিনগুলো ছকে বাঁধা জীবনে থমকে দাঁড়ায় , স্মৃতিগুলো অচেনা যাদুঘরে বন্দী হয়ে যায়। দিনগুলো ছিলো বৃষ্টিতে ভিজে ফুটবল খেলায়, কখনও ঈদগাহের বেঞ্চিতে বাদাম খাওয়ায়; কখনও বা নজরুল ভাইয়ের চায়ের দোকানের আড্ডায়, স্কুল পালানো ছেলেটির মিথ্যে কথায়। দিনগুলো ছিল রিপনের মোবাইলের দোকানের আলাপচারিতায়, কখনও মোহনার তীরে নৌকা ভ্রমণ নদীর হাওয়ায়; কখন্ও বা রেল লাইনের পথ ধরে মন যেন অজানাতে হারায়, মেয়ে উত্যক্ত করা ছেলেটির চোখের ইশারায়। দিনগুলো ছিল নদীর তীরে সিগারেট টানায়, কখনও ব্রীজের উপরে উঠে চটপটি খাওয়ায়; কখনও বা বিকেল বেলা বড় ষ্টেশন ঘুরতে যাওয়ায়, বান্ধবীর সাথে ঝগড়া হওয়া ছেলেটির উদাসীনতায়। এমনি করে দিন যায়,দিন আসে স্বপ্নগুলো মেঘে মেঘে ভাসে; কেউ কাঁদে,কেঊ হাসে দূরত্ব বাড়ে, শহর থেকে দেশে দেশে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।