আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭০ এর পর মাওলানা মওদুদী কেন আর ঢাকায় আসেনি ?

১৯৭০ সালের ১৮ই জানুয়ারী তোলা কিছু ছবি। সত্তরের নির্বাচনের প্রচারণা শুরু হিসেবে অত্যন্ত জাঁকজমক এবং ধুমধামের সাথে এদিন জামায়াতে ইসলামী পল্টনে ডাকে একটি মহাসমাবেশ। পাকিস্তান থেকে উড়ে আসেন দলটির প্রধান মওলানা মওদুদী সাহেবও। ঝকমকে গালিচা, ইলেক্ট্রিক ফ্যান আর হাজারো ফুলের সমাহারে সে এক দেখার মত মঞ্চ ছিল বটে। কিন্তু গোল বাঁধলো অন্য জায়গায়।

পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের উপর পূর্ণ স্বায়ত্বশাসন দাবী করে বঙ্গবন্ধুর দেওয়া ছয় দফা দাবীকে প্রত্যাখান করে পাকিস্তানপ্রেমী জামায়াতের সভা থেকে যখনই বিবৃতি দেওয়া হয় তখনই উত্তেজিত জনতা শুরু করে হট্টোগল। ক্ষুব্ধ স্বাধীনতাকামী জনতার ইট বৃষ্টির চোটে মওদুদী সাহেব তার ভারী শরীর নিয়ে পড়িমড়ি করে কোনো রকমে দৌঁড়ে পালালেও সেই সৌভাগ্য হয়নি অনেকের। জনতা পাকিস্তানী তাবেদার এই নরপিশাচ ধর্মব্যবসায়ীদের হাতের কাছে পেয়ে ছবির মত এমনই করে গণপিটুনী দেয়। পরবর্তীতে উত্তেজিত জনতা জামায়াতের মঞ্চেও অগ্নিসংযোগ করে। আর মওদুদী সাহেব ধাওয়া খেয়ে সোজা পাকিস্তান।

সেই যে গেলেন, ক্রেন দিয়ে টেনেও তাকে আর এদেশে আনতে পারেনি জামায়াতের নেতারা। সুত্র : ফেসবুক ( বাংলাদেশী ফটো আর্কাইভস গ্রুপ )  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.