আমাদের কথা খুঁজে নিন

   

ছবিতে ইতিহাস: ঢাকায় ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’

ব্রিটিশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট হিসেবে ‘নরফোক রেজিমেন্ট’ (পরবর্তীতে ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’) গঠন করা হয়। নরফোক এর কাউন্টি রেজিমেন্ট হিসাবে ১লা জুলাই ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয় ‘নরফোক রেজিমেন্ট’। এটি মূলত ৯ম ইষ্ট নরফোকের পদাতিক রেজিমেন্টের সাথে স্থানীয় মিলিশিয়া এবং রাইফেল ভলান্টীয়ার নিয়ে গঠন করা হয়েছিল। এই রেজিমেন্টটি ১ম বিশ্ব যুদ্ধে ওয়েষ্টার্ণ ফ্রণ্ট এবং মধ্যপ্রাচ্যে লড়াই করেছে। ১৯৩৫ সালের ৩রা জুন হতে রেজিমেন্টটি ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’ হিসেবে পরিচিত হয়।

২য় বিশ্ব যুদ্ধে এই রেজিমেন্ট ব্যাটেল অফ ফ্রান্স, দূর প্রাচ্য এবং উত্তর-পূর্ব ইউরোপে লড়াইয়ে অংশগ্রহণ করে। ঢাকায় ‘রয়্যাল নরফোক রেজিমেন্ট’-এর ঘাটি ছিল। এই রেজিমেন্টের একজন সৈনিক ছিলেন কুইন্টেন স্পিয়ার (Quentin Spier); তার সম্বন্ধে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। রেজিমেন্টের প্রাপ্ত ছবিগুলো তিনি এবং তার বন্ধুরা তুলেছিলেন এমন সম্ভবনাই বেশী। এই ছবিগুলো তার ছেলে ব্রায়ান হেরিংটন স্পিয়ার (Brian Harrington Spier) Flicker -এ আপলোড করেছেন এবং এগুলো সেখান থেকেই সংগৃহীত।

কিছু কিছু ছবিতে পিতা এবং পুত্রের মন্তব্য লক্ষ্যণীয়, যা ছবিগুলোর প্রতি একটি আলাদা আগ্রহ তৈরী করে; এই ধরণের মন্তব্য এর আগের কোন ছবিতে দেখিনি। মূলত পারিবারিক অ্যালবাম ধাঁচের হলেও সমসাময়িক ঘটনাপঞ্জী, জীবন-যাপন প্রণালী, কর্ম-পদ্ধতি ইত্যাদি উঠে এসেছে ছবিগুলোতে। সমস্ত ছবিগুলোর মধ্যে ৪টি ছবি Alan Blakiston Cubitt নামক একজন অফিসার কর্তৃক ধারণকৃত, যিনি নরফোক রেজিমেন্টের ১ম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। বিষয়বস্তু অনুযায়ী ছবিগুলোকে কয়েকটি ভাগে উপস্থাপন করা হয়েছে, যার সাথে মূল ফ্লিকার অ্যালবামের কোন সম্পর্ক নেই। ঢাকার পথে রয়্যাল নরফোক রেজিমেন্ট টাইটেল: Jullander Cantonment Station, India আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: সকাল ৯টা; অক্টোবর ২২, ১৯৩৩ স্থান: Jullander Cantonment Station, India Quentin Spier-এর মন্তব্য: Jullander Cantonment Station, India. 09:00 hrs. Breakfast being served to soldiers of the 1st Bn The Royal Norfolk Regiment. “The carriage behind the group is the one I travelled in. You can just see the top of my topee behind the man bending forward with a dark shadow across his chest. " টাইটেল: Between Hazaribad and Dharibad আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: বেলা ২টা, অক্টোবর ২৪, ১৯৩৩ স্থান: Between Hazaribad and Dharibad Quentin Spier-এর বক্তব্য: Between Hazaribad and Dharibad the couplings between one of the carriages of the troop train broke. The train stopped and troops of the Battalion took advantage, by walking about next to their carriages. টাইটেল: … আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: অক্টোবর ১৯৩৩ স্থান: On the way to Dacca Brian Harrington Spier--এর বক্তব্য: Dad and his pals stretching their legs during a brief halt on their way to Dacca টাইটেল: The troop train conveying the 1st Battalion across northern India আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: অক্টোবর ১৯৩৩ স্থান: Across northern India টাইটেল: Troop Train in Dacca, India আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal ঢাকায় রয়্যাল নরফোক রেজিমেন্ট ক।

রেজিমেন্ট ব্যারাক টাইটেল: 1933 - 39 The barracks of the Royal Norfolk Regiment , Dacca, Bengal আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ (সম্ভবত) স্থান: Dacca, Bengal টাইটেল: A pristine barracks block of the Royal Norfolk Regiment, Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল: A soldiers' barrack block crushed by the hurricane আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল: The Royal Norfolk Regiment in Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal This barrack block has been destroyed by the hurricane টাইটেল: The Britannia - The Regiment's Camp Cinema আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল: The sports field of the Royal Norfolk Regiment when stationed in Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal খ। নরফোক রেজিমেন্টের কাঠামো বি্ন্যাস টাইটেল: Colour Party 1st Bn Royal Norfolk Regiment আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal Quentin Spier-এর মন্তব্য: Colour Party 1st Bn Royal Norfolk Regiment, 9th Foot; comprising two Colour Bearers [Lieutenants], and the three man Escort to the Colours [Colour Sergeants]. The Escort always marches with bayonets fixed when the Colours are flying. The Queen's Colour on the left carries all battle honours from 1914 onwards. The Regimental Colour, on the right, carries all the battle honours from 1685 to 1914 টাইটেল: Royal Nfolk Regiment posing in front of Handley Page Hinaidi. আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal Brian Harrington Spier-এর মন্তব্য: The Hinaidi was a bomber converted to a transport aircraft and deployed on North West Frontier টাইটেল: RAF Westland Wapiti aircraft in support of the the Royal Norfolk Regiment আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal গ। বিধিবদ্ধ অনুষ্ঠানমালা টাইটেল: Guard of Honor by British troops to Governor General Sir John Anderson আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal বিষয়বস্তু: 1st Bn Royal Norfolk Regiment on parade in Dacca, Bengal, with Band and Drums ( in rear ), being inspected by Sir John Anderson, the Governor General টাইটেল: 1st Bn Royal Norfolk Regiment on parade and being inspected by the Governor General আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal টাইটেল: 1st Bn Royal Norfolk Regiment in Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal বিষয়বস্তু: 1st Bn Royal Norfolk Regiment in Dacca, saluting the arrival of the Governor General of Bengal, Sir John Anderson টাইটেল: Detachment of the Norfolk Regiment, Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Karkunbari, Simulia, Dacca বিষয়বস্তু: Group photograph; detachment of the Norfolk Regiment at the Lakhpur-Simulia H.E. School Compound during their visit to Karkunbari, Simulia, Dacca; 1934. ঘ। পথ থেকে পথে টাইটেল: A Royal Norfolk Muleteer guiding his animal across the river আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Bengal (Bangladesh) টাইটেল: The Royal Norfolk Regiment moving across country with a mule train carrying their supplies আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Bengal (Bangladesh) টাইটেল/বিষয়বস্তু: A halt on a bund, by B Company on a Flag March in Dacca আলোকচিত্রী: Alan Blakiston Cubitt, an officer in the 1st Btn, the Norfolk Regiment সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল/বিষয়বস্তু: An officer interviewing a village headman during a B Company Flag March in Dacca আলোকচিত্রী: Alan Blakiston Cubitt, an officer in the 1st Btn, the Norfolk Regiment সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল/বিষয়বস্তু: Crossing a bridge; B Company on a Flag March in Dacca আলোকচিত্রী: Alan Blakiston Cubitt, an officer in the 1st Btn, the Norfolk Regiment সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল/বিষয়বস্তু: Crossing a bridge; B Company on a Flag March in Dacca আলোকচিত্রী: Alan Blakiston Cubitt, an officer in the 1st Btn, the Norfolk Regiment সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal ঙ। ব্যারাকের পথে টাইটেল: 1st Bn Royal Norfolk Regiment marching through the town, Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal ( now Bangladesh ) Quentin Spier এবং Brian Harrington Spier-এর মন্তব্য: 1st Bn Royal Norfolk Regiment marching through the town. “Note the splendid bearing of the 9th of Foot. Everyone commented upon our turn-out. Spick and Span we were. Especially me, marked by a cross. My profile is distinctly visible!" Dad's comments on back of snapshot. টাইটেল: Royal Norfolk Regiment marching away from the Docks after disembarking at Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca , Bengal ( now Bangladesh ) [সম্ভবত নারায়ণগঞ্জ ডক থেকে মার্চ করে ব্যারাকে ফিরছে; দ্রষ্টব্য পাশের নদীটি বুড়িগঙ্গা]।

Comment of /Brian Harrington Spier-এর মন্তব্য: Royal Norfolk Regiment marching away from the Docks after disembarking at Dacca, Bengal. The river on the left of the photo is the Buriganga. In front is Lieutenant Wood commanding the Wing and the RSM. Dad is the third person in the file on the right of the column. The third rifle from the front. He has marked his location with a cross. Thanks to Blitz 20 for amendments! টাইটেল: The Royal Norfolks Marching into Dacca town আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: অক্টোবর ১৯৩৩ স্থান: Dacca, Bengal Quentin Spier এবং Brian Harrington Spier-এর মন্তব্য: The Royal Norfolks Marching into Dacca town. “Sgt Rushbrooke, our acting Company Sgt Major is looking over his shoulder. He is directly in front of me as I am too good looking!" Dad's comments on back of snapshot. টাইটেল/বিষয়বস্তু: It was at these docks that the Royal Norfolk Regiment disembarked and marched through the city to their barracks, Dacca, Bengal আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal (নারায়ণগঞ্জ ডক?) চ। নরফোক রেজিমেন্টের সৈনিকেরা টাইটেল: Soldiers of the Royal Norfolk Regiment based in Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal টাইটেল/বিষয়বস্তু: An unknown soldier from Royal Norfolk Regiment, Dacca, Bengal আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal টাইটেল: Solders of The Royal Norfolk Regiment in Dacca আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal টাইটেল: India. 4 pals in the Royal Norfolk Regiment. আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal Brian Harrington Spier-এর মন্তব্য: Dad in 2nd from the right. টাইটেল: Pals in the Royal Norfolk Regiment. আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৩ স্থান: Dacca, Bengal Brian Harrington Spier-এর মন্তব্য: My father is on the right টাইটেল: Royal Norfolks, Dacca, India. আলোকচিত্রী: Unknown/অজ্ঞাত সময়কাল: 1933/১৯৩৩ স্থান: Dacca, Bengal Brian Harrington Spier-এর মন্তব্য: My father, Quentin, back row on the left টাইটেল: … আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৩৪ স্থান: Dacca, Bengal Brian Harrington Spier-এর মন্তব্য: Dad's soldier pals in the Royal Norfolk Regiment, in Dacca, with their pet monkey ছ। Spier পরিবার টাইটেল: Quentin Spier ( in uniform) আলোকচিত্রী: অজ্ঞাত সময়কাল: ১৯৪৩ স্থান: Dehra Dun, India Brian Harrington Spier-এর মন্তব্য: Family History My father, Quentin Spier (in uniform), my Grandfather Ernest Spier, and myself aged about two years and 10 months. This was the last time I saw my Grandfather, I remember he presented me with a ' junior ' hockey stick. তথ্যসূত্র: http://en.wikipedia.org/ http://www.flickr.com/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.