আমাদের কথা খুঁজে নিন

   

প্রেসিডেন্টস কাপে খেলতে নেপালে আবাহনী

প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে আবাহনীর প্রতিপক্ষ নেপালের থ্রি স্টার ক্লাব, তাইওয়ান পাওয়ার কোম্পানি ও মঙ্গোলিয়ার আরচিম ক্লাব। ৭ মে প্রথম ম্যাচে আবাহনী খেলবে স্বাগতিক থ্রি স্টার ক্লাবের বিপক্ষে। ৯ মে তাইওয়ান পাওয়ার কোম্পানি এবং ১১ মে আরচিম ক্লাবের সঙ্গে লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শেষ দুই ম্যাচে হারের হতাশাকে সঙ্গে নিয়ে নেপালের মাটিতে পা রেখেছে আবাহনী। দুটো হারই বড় ব্যবধানে।

বিজেএমসির কাছে ৩-১ এবং শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ায় তাদের শিরোপা ধরে রাখার আশা ধূলিস্যাৎ হয়ে গেছে। চোটের কারণে বেশ কয়েক জন নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি শেষের কয়েকটি ম্যাচে আবাহনীকে ভীষণ ভুগিয়েছে। বিশেষ করে অভিজ্ঞ ডিফেন্ডার মোহাম্মদ সুজন ও ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফের অনুপস্থিতিতে আবাহনীর রক্ষণভাগের দুর্বলতা প্রকটভাবে ফুটে উঠেছে। কোচ আর খেলোয়াড়দের দ্বন্দ্বও পেশাদার লিগের চার বারের চ্যাম্পিয়নদের আরো দুর্দশাগ্রস্ত করে তুলেছে। কয়েক দিন আগে আবাহনীর ইরানী কোচ আরদেশিয়ার পুর্নেমাত সংবাদ সম্মেলনে জানান, “খেলোয়াড়রা আমার কথা শুনছে না।

তাদের ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তারা নিজেদের মতো করে অনুশীলন করে। ” তার এই বক্তব্যেই আবাহনীর ভিতরের দ্বন্দ্বের চিত্র পরিষ্কার। এই অবস্থায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দলটি প্রেসিডেন্টস কাপে কতটা কী করতে পারে সেটাই দেখার।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।