আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে হতভাগা.........

কুষ্টিয়ার ভেড়ামারার আধ্যাত্মিক সাধক হযরত সোলাইমান শাহ্ চিশতী (রঃ) মাজারে ৩ দিনব্যাপী ওরশ মোবারক আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। দশ-বার বছরের একটি টোকাই শিশু ট্রেনেই তার বেড়ে ওঠা। চলন্ত ট্রেন থেকে নামা এবং ওঠা তার কাছে ছিল যেন জাদু। সেটাই তার জীবনের কাল হয়ে দেখা দিল। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে পড়ে যায় ট্রেনের নিচে।

সাথে সাথেই ট্রেনের চাকায় হতভাগ্য শিশুটির দুই পা ও দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারার রেলস্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী অভিমুখী সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেন সকাল ৯টায় ভেড়ামারা ষ্টেশনে প্রবেশের সময় অজ্ঞাত ওই শিশুটি নামতে যায়। কিন্তু পা ফসকে ট্রেনের নিচে পড়ে মুহূর্তেই কাটা পড়ে তার দুই হাত-পা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীতে রেফার্ড করে। কিন্তু হতভাগ্য ওই শিশুটির কোন অভিভাবকের সন্ধান না মেলায় আবারও রেলস্টেশন মাষ্টারের কাছে ফেরত আসে। এসময় শিশুটির প্রচুর রক্তক্ষরণের কারণে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌছায়। এমন অবস্থায় ষ্টেশন মাষ্টার শামসুল আলম রেলওয়ের কর্মচারীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে অন্য টোকাইদের মাধ্যমে তাকে ঈশ্বরদীতে পাঠিয়ে দেয়। হতভাগ্য ওই শিশুটির ভাগ্যে কি ঘটেছে পরে আর জানা যায়নি।

ষ্টেশন মাষ্টার শামসুল আলম জানান, শিশুটির পরিচয় পাওয়া যায়নি। তবে অন্যান্য টোকাইরা জানিয়েছে ষ্টেশন ও ট্রেনেই তার বসবাস ছিল। দ্রুত চিকিৎসার জন্য তার আত্মীয়-স্বজনের খোঁজে ঈশ্বরদীতে অন্য টোকাইদের মাধ্যমে পাঠানো হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.