আমাদের কথা খুঁজে নিন

   

চিরকুমারী সাহারার পর মন্ত্রীপরিষদে চিরকুমার মুজিবুল

ন্যাকামো ভীষণ অপছন্দ, যদিও বাধ্য হয়ে সহ্য করি! অ্যাডভোকেট সাহারা খাতুনের পর মন্ত্রিসভায় যুক্ত হলেন আরেকজন চিরকুমার রাজনীতিবিদ। কুমিল্লার জনপ্রিয় নেতা চিরকুমার মুজিবুল হককে দেওয়া হয়েছে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব। ব্যতিক্রমী এই নেতার ঘর সংসার নেতা-কর্মীদের নিয়ে। সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এমনকি রাতের ডিনারেও কর্মীদের সঙ্গে চাই-ই তার। মাটি ও মানুষের এই ব্যতিক্রমী নেতার যৌবনের একটা বড় অংশ কেটেছে রাজনীতির সঙ্গে।

তাই কোনো রমণীকে ঘরনি করার সুযোগই পাননি তিনি। সংসার বলতে একটি-ই বোঝেন তিনি। তা হলো রাজনীতি। কুমিল্লা জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক রাজনীতিতে যাত্রা শুরু করেছিলেন প্রথমে ছাত্রলীগ, পরে যুবলীগ দিয়ে। '৯৬ সালে প্রথম কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনে নানামুখী ষড়যন্ত্রের কবলে পড়ে জয়ের মালা না আসলেও নেতা-কর্মীদের এক মুহূর্তের জন্যও ছাড়েননি মুজিব। হামলা-মামলা আর নির্যাতিত কর্মীদের পাশে ছিলেন ছায়ার মতো। শুধু চৌদ্দগ্রামের নির্বাচিত এলাকাই নয়, দক্ষিণ কুমিল্লার প্রতিটি আসনেই মুজিব সমানতালে জনপ্রিয়। সবাই তাকে ইতিবাচক নেতা হিসেবেই মনে করেন। এবার ক্ষমতায় এসে প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের হুইপ ছিলেন।

সর্বশেষ মন্ত্রী হয়েও বদলে যাননি তিনি। কুমিল্লার সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য তাঁর দ্বার আগের মতোই খোলা। জনসেবায় জীবন উৎসর্গকারী মন্ত্রীদেরকে জানাই ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।