আমাদের কথা খুঁজে নিন

   

YouTube ও ম্যাক্সিমাস এর লাল বাত্তি !!!

গত কাল সকাল বেলা YouTube এ কয়েক টা ট্যাব ওপেন করে রেখেছিলাম আজ সকালে এসে দেখব বলে। PLC programming নিয়ে ১০/১৫ টা জসিলা Tutorial. আমার প্রায় ১ বছর আগে SIEMENS থেকে PLC এর উপর একটা ট্রেনিং নেয়া ছিল। ভাবলাম পুরনো বিদ্যাটা আবার ঝালাই করে নেই। Foreigner থাকায় সারাদিন PC তে বসতে পারি নি। অফিস শেষে PC অফ করতেও মনে নেই।

সকালে এসে PC restart করে YouTube খুলতে গিয়ে বেকুব হয়ে গেলাম। YouTube এ ঢুকতে পারি না। সামু তে এসে দেখি Youtube ডিজিটাল হয়ে গেছে। ছোট বেলা থেকে শুনে আসছি, প্রতিটা জিনিসের ভাল খারাপ দিক আছে। মানুষ কোনটা গ্রহন করবে আর কোনটা করবে না সেটা তার ব্যাপার।

আমার স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ আমি মেনে নিতে পারি না। এই অযোগ্য বেকুবগুলার হাতে আমার দেশ নিরাপদ নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।