আমাদের কথা খুঁজে নিন

   

আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস

‘টেক ইট ব্যাক’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে কক্সবাজার সমুদ্র সৈকতে উদযাপিত হলো আন্তর্জাতিক সৈকত পরিচ্ছন্নতা দিবস। গত শনিবার বেলা ১১টায় সৈকতের লাবণী পয়েন্টে র‌্যালি, সৈকত পরিচ্ছন্নতা এবং পর্যটকদের মধ্যে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। কক্সবাজার জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি, সার্ফিং বাংলাদেশ, বাংলালিংক, কেওকারাডং বাংলাদেশ সহ বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশ নেন পরিচ্ছন্নতা অভিযানে। এছাড়াও সৈকত পরিচ্ছন্নতা অভিযানে সবচেয়ে বড় আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান ও হাওয়াই দ্বীপপুঞ্জের সার্ফারদের অংশগ্রহণ। বাংলালিংকের পৃষ্ঠপোষকতা এবং কেওকারাডং বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রাণ ও শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিরোজ সালাউদ্দিন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ নুরুল বাশির, আমেরিকান দূতাবাসের গ্রিন টিমের প্রধান জ্যাক নেটলস, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মুনিম তালুকদার, অনুষ্ঠানের উদ্যোগতা কেওকারাডং বাংলাদেশ এর সাদ-বিন-হোসাইন এবং বাংলালিংক চট্টগ্রাম অঞ্চলের বাণিজ্যিক প্রধান মোহাম্মদ ফরহাদ হোসাইন প্রমুখ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.