আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতি থেকে যদি ভালো কিছু হয়, তা হলে দুর্নীতিই ভালো

Every emotion have a feelings. But every feelings have no emotion. শুধু প্রতিভা পাতিলেরই প্রতিভা আছে, ব্যাপারটা এমন নয়। সব চ্যানেলে যেমন বিজ্ঞাপন আছে, তেমনি সব মানুষের মধ্যেই আছে প্রতিভা। কারও কম, কারও বেশি, এটাই যা পার্থক্য। তবে সমস্যা হলো, মিনিপ্যাক শ্যাম্পু কিংবা চিনি-লবণের দাম দিলেও প্রতিভার দাম কেউ দিতে চায় না। এই যেমন হলমার্ক গ্রুপের এমডি তানভীর সাহেবের কথাই ধরুন।

ভদ্রলোক একজন জ্বলজ্যান্ত প্রতিভা। অথচ তাঁর প্রতিভাকে কেউ পাত্তাই দিচ্ছে না। উল্টো তাঁকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে হেয় করা হচ্ছে। কোনো মানে হয়? আরে ভাই, প্রতিভা না থাকলে কি একটা দেশের সরকারি ব্যাংক থেকে তিন হাজার ৬০৬ কোটি টাকা হাতিয়ে নেওয়া যায়? মাটির ব্যাংক থেকে এক টাকা, দুই টাকা বের করতেই জীবন বের হয়ে যায়। অনেকে পারেও না।

অথচ তানভীর সাহেব একটা আসল ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা বের করে ফেলেছেন। কী প্রতিভা! তবে প্রতিভাবানদের নিয়ে সমালোচনা হবেই। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে। তানভীর সাহেবের এই প্রতিভাবান কাজকে অনেকেই হলমার্ক কেলেঙ্কারি, জালিয়াতি—এসব বলছেন। উন্নত দেশ হলে এত দিনে তানভীর সাহেবকে গোয়েন্দা সংস্থা কিংবা ব্যাংক-বিমা প্রতিষ্ঠানগুলো লুফে নিত।

যিনি এত সুন্দর জালিয়াতি করতে পারেন, যিনি ছাড়া আর কে পারবে জালিয়াতি ধরতে? এটা তো সহজ হিসাব। বিশ্বে এমন প্রচুর উদাহরণ আছে। শুধু তা-ই না, এ রকমই একজন জালিয়াতের জীবনকাহিনি নিয়ে হলিউডে ক্যাচ মি ইফ ইউ ক্যান নামে একটা চলচ্চিত্রও নির্মিত হয়েছে। আর আমরা দিনরাত তানভীরকে নিয়ে কটু কথা বলছি। খুবই অন্যায়! অথচ এই তানভীর সাহেব আমাদের কত উপকার করতে পারেন, তা নিয়ে কেউ ভাবছেই না।

তিনি অবশ্য উপকার করেও ফেলেছেন। তাঁর কারণে ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। এতে খুলে গেছে কর্মসংস্থানের দুয়ার! তা ছাড়া এমনিতেই আমাদের দেশে টাকা নেই। টাকার অভাবে সামান্য একটা পদ্মা সেতু আমরা বানাতে পারছি না। তবে তানভীর সাহেবের কাছে এটা কোনো ব্যাপারই না।

উনি চাইলেই বিশ্বের বিভিন্ন ব্যাংক থেকে কায়দা করে টাকা হাতিয়ে নিয়ে সরকারকে এনে দিতে পারেন। সেই টাকা দিয়েই হয়ে যাবে আমাদের বহু প্রতীক্ষিত পদ্মা সেতু। তা ছাড়া উনি তরুণ উদীয়মানদের এ ব্যাপারে প্রশিক্ষণও দিতে পারেন। প্রশিক্ষিত তরুণেরা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং দেশের হয়ে ব্যাংক জালিয়াতি করবে। ‘দক্ষ হয়ে বিদেশ যাব, অর্থ-সম্মান দু্ই-ই পাব’, এটা হবে তাদের স্লোগান! দুর্নীতিতে এমনিতেই আমরা শীর্ষে।

এভাবে আমরা আজীবন শীর্ষ স্থান ধরে রাখতে পারব। তাই কর্তৃপক্ষকে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। দুর্নীতি থেকে যদি ভালো কিছু হয়, তা হলে দুর্নীতিই ভালো।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.