আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে এসে সবচেয়ে বড় যে ক্ষতি আমার হলো বা সবচেয়ে বেশি যা শিখলাম ,(অনিচ্ছাকৃত )ভদ্রতায় কিংবা ভদ্রভাষায় যাদের এ্যলার্জী আছে তারা পড়বেন না ।

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! বছর দেড়েক আগে ব্লগের সাথে পরিচয় । পড়তে পড়তে ভালো লেগে গেল এই প্লাটফর্মটা । তাই একসময় নিবন্ধন করে ফেললাম । আমি ব্লগপাঠক হিসেবে সর্বভুক নই ।

শিরোনাম দেখে ভাষার শুদ্ধতা অনুমান করে তারপর পড়ি । আমি যে সময়টাতে ব্লগে আসি তখন আস্তিক নাস্তিক দ্বন্দ চরমে । খুব আগ্রহ নিয়ে পড়তে যাই । কিন্তু থমকে যাই ! ছি ছি কি ভাষা !চরম অশ্রাব্য ভাষায় গালি গালাজ । যা জীবনে কখনো শুনিনি ,কখনো কল্পনাও করিনি মানুষ মানুষের প্রতি এমন ভাষা উচ্চারণ করতে পারে !মাতৃজঠরে জন্ম নিয়ে আরেকজনের মা নিয়ে কদাচার ! আমার অন্তরটায় যেন নোংরা লেগে গেল ।

তারপর জাশিকে লক্ষ্য করে কিংবা কোনো কারণ ছাড়াই পরস্পর ব্যক্তিস্বার্থে । রাগের বশে মুখ ফস্কে একটা কথা বলা আর ঠান্ডা মাথায় কি বোর্ডে টাইপ করা অনেক পার্থক্য । যে নিজের মাকে সম্মান করে না অন্যের মাকে অসম্মান করতে সেই কুলাঙ্গারের একটুও বাধে না । কেউ একজন একটা অন্যায় করেছে বিশাল বিরাট যার কোনো শেষ নেই কিন্তু আপনি তাকে পৃথীবির কুত্‍সিততম গালিটি দিলেও তার গায়ের একটা লোমেরও ক্ষতি হবে না কিন্তু আপনার মনের নোংরাটা সবাই দেখে ফেলবে ,আপনার মুখটা কদাকার হয়ে যাবে আপনার নিঃশ্বাসে দূর্গন্ধ বেরোবে । আর আমার মত কিছু মানুষ আপনাকে চরম ঘৃণা করবে যাদের মস্তিকে তাদের চরম অনিচ্ছাসত্বেও আপনার লেখা অশ্লীল শব্দগুলি ঢুকে গেছে ।

আমার মস্তিস্ক থেকে আমি মাঝে মাঝে সেই শব্দগুলির দুর্গন্ধ পাই । এটাই আমার ব্লগে আসার সবচেয়ে বড় ক্ষতি । আর পৃথিবীর কুতসিত শব্দগুলি এই ব্লগে না এলে কখনো জানতাম না । *এটা মাস ছয়েক আগের পোস্ট । এর সাথে একটু যোগ করতে হচ্ছে ।

আগে গালির জন্য তারা অযুহাত দেখাতেন ছাগুদের সাথে কোনো ভালো ব্যবহার নাই । এখন ছাগুদের কন্ঠ প্রায় স্তিমিত । তো গালি গালাজ বন্ধ হয়ে যাওয়ার কথা । না - এখন শুরু হয়েছে ভাগাড়ের পচা গলা নিয়ে শকুন আর কুকুর শিয়ালের প্রাণপন লড়াই । গন্ধে মানুষ অস্হির ।

একটি শব্দই শুধু বলা যায় -ছিটকে বেরিয়ে আসে বুকের ভেতর থেকে -থুঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।