সত্যই সুন্দর, সুন্দরই সত্য- জন কীট্স
সামহোয়ারইন ব্লগে আমার একবছর পূর্ণ হলো। গত বছরের এই সময়ে রেজিস্ট্রেশন করেছিলাম ব্লগে। তখনো আমার ব্যক্তিগত পিসি ছিলোনা। প্রতিবেশী ছোটভাইয়ের নতুন কেনা পিসিতে বসতাম। সেখানে ওয়েব দুনিয়া ঘুরতে ঘুরতে একসময় সামহোয়্যারইন ব্লগের সাথে পরিচয় হলো।
ভালো লাগলো এবং কয়েকদিন ভেবে চিন্তে স্বনামেই ব্লগ রেজিস্ট্রেশন করে ফেললাম একদিন। ব্লগে এসে দেখলাম ওয়েবের এক নতুন এবং সচল দুনিয়া। গত এক বছরে অনেক কিছু শিখেছি ব্লগ থেকে। ব্লগে না আসলে হয়তো আমার বাংলা টাইপিং কখনো শেখাই হতো না। আবার অনেক কাঁদা ছুড়ো-ছুড়িও দেখেছি।
আওয়ামী লীগ-বিএনপি-জামাত-জাপা’র রাজনীতির মারপ্যাঁচ, আস্তিক-নাস্তিক, ছাত্রলীগ-ছাত্রদল-শিবির, প্রাইভেট বিশ্ববিদ্যালয়-পাবলিক বিশ্ববিদ্যালয়, তারকাদের ব্যাক্তিগত জীবন আরো অনেক অনেক বিষয় নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা দেখলাম।
একবছর আগে আমার ব্যক্তিগত পিসি কেনার সামর্থ্য ছিলো না, তবুও পিসি ব্যবহার করতে পারছিলাম। তবে তা সাইবার ক্যাফেতে গিয়ে নয়। আর যেহেতু গ্রামে থাকি, সাইবার ক্যাফে সুবিধা আমার আওতধীন নয়। মাঝে মাঝে প্রতিবেশী ছোটভাইটির পিসিতে বসতাম।
তারপর যখন পিসির প্রয়োজনীয়তা খুব বেশী অনুভূত হলো তখন আমার ভাগিনার পিসিটা মাস কয়েক আমার কাছে এনে রেখে ছিলাম। সেই পিসি দিয়ে গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার করে ব্লগে আসতাম।
মাস কয়েক হলো আমার ব্যক্তিগত পিসি হয়েছে, তবে তার কলকব্জা আদিকালের বলা যেতে পারে, ছয় বছরের পুরনো! এতে উইনডোজ এক্সপি ছাড়া অন্য কিছু চলেনা। মাঝে উইনডোজ সেভেন চালিয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাই এক্সপি আর ভালো লাগেনা। মাঝে একবার আবার এই পুরনো কলকব্জার ভেতরই লিনাক্স ঠুকে দিলাম, সেখানেও ভালো অভিজ্ঞতা হলো।
কিছুদিন লিনাক্সের ফায়ার ফক্স দিয়ে ব্লগে আসতাম, ভালোই লাগতো।
একবছরের ব্লগ অভিজ্ঞতা লিখতে বসে আমি ব্লগের চেয়ে ব্লগে আসার যন্ত্রের কথাই বেশী লিখে ফেল্লাম! আসলে আমার ব্লগে আসার সাথে পিসির সম্পর্কটা খুব নিবির। কারণ আমার পিসি ছিলোনা। প্রথম পোস্ট করেছিলাম এক সপ্তাহের মাথায়। ‘সেফ’ হতে মাস দুয়েক লেগেছিলো।
গত এক বছরে পোস্ট করেছি ১৯ টি, অধিকাংশই মৌলিক লেখা। তবে গত এক বছরে ব্লগে আমার সক্রিয় উপস্থিতি ছিলো বড়জোর মাস কয়েক। কারণটা অনেকটা আগেই বলেছি। তবে আরো কারণ আছে, আমার এখানে বিদুৎ যায় না, মাঝে মাঝে আসে!- এটাও একটা বড় কারণ। উদাহরণ স্বরুপ বলতে পারি এই লেখাটা যখন লিখতে বসি তখন অক্টোবর ২৭, ২০১০ সন্ধ্যা সাতটা বাজে।
এখন অক্টোবর ২৮, ২০১০, রাত ১২ টা পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে বিদুৎ মাত্র ৫ বার গেছে, যতোবারই লিখতে বসেছি, লেখা শেষ করার আগেই বিদুৎ আবার ফিরে আসার জন্য বিদায় নিয়েছে। যাহোক, ভেবে ছিলাম আমার বর্ষপুর্তি পোস্টের শিরোনাম দেব- সামুতে এক বছর এক দিন, এখন আমার ব্লগে বয়স এক বছর দুই দিন হয়ে গেলো। সামুতে এক বছর এক দিন- শিরোনামটি দিলে কি আপনারা রাগ করবেন? আমি শিরোনাম হিসেবে এটিই রাখলাম, কারণ আমার ইচ্ছে ছিলো পোস্টটি সন্ধ্যায়ই করবো, কিন্তু পেরে ওঠা গেলো না, এজন্য আমি দায়ী না, তাই আপনারা গালি দিলেও আমার লাগবেনা বলেই আমার ধারণা!
গত এক মাস আমার কাছে ইন্টারনেট কানেকশন ছিলো না, এখনো নেই, সত্যি বলতে কি নেট কেনার পয়সা আমার পকেটে নেই, অত্যবশ্যকীয় পাঠ্যবই কেনার পয়সাইতো জোগার করতে পারছিনা, নেট তো আরো অনেক পরের ব্যপার! সারা বছর যে ব্লগে সক্রিয় থাকতে পারিনি তার অন্যতম একটা কারণ নেট না থাকা। আগে জিপি ব্যবহার করতাম, এখন যখন নেট কিনি তখন বাংলালিংকের আনলিমিটেড কিনি।
আমার এখানে ওদের ‘এজ’ কাভারেজ আছে। আজকে যে পোস্ট করলাম সেটা আমার প্রতিবেশী ছোটভাইয়ের কাছ থেকে ধার করে আনা বাংলালিংকের ইন্টারনেট কানেকশন (মোডেম হিসেবে নকিয়া-ই ভরসা) ব্যবহার করে। দোয়া করবেন ব্লগ পাগল এই ব্লগার যেন আগামী বছর নিজস্ব লেপ-টেপ (নাকি ল্যাপটপ?) ব্যবহার করে ব্লগে দ্বিতীয় বর্ষপূর্তির পোস্ট করতে পারে। কারণ দিন দিন বিদ্যুতের যে ভয়াবহ উন্নতি দেখা যাচ্ছে তাতে করে ডেস্কটপে বসে ব্লগে লেখার দিন ফুরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, যাক তবুও বিদুৎ সংকটের একটা ভালো দিক পাওয়া গেলো, মানুষকে ডেস্কটপ ছেড়ে ল্যাপটপে আসার সুযোগ করে দিচ্ছে বিদুৎ সমস্যা, এটাই কম কিসে!!!? আপনারা কি বলেন?
ব্লগার পরিসংখ্যান:
পোস্ট করেছেন: ১৯টি
মন্তব্য করেছেন: ৩০২টি
মন্তব্য পেয়েছেন: ৩২৬টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১ দিন
ব্লগটি মোট ৫২০৯ বার দেখা হয়েছে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।