আমাদের প্রেম মন্দিরে আজম মাহমুদ সাঁতরিয়ে ওপারে যাওয়ার প্রবল ইচ্ছে এবং সামর্থ দু’টোই ছিলো, শুধু মাঝখানে মস্তিস্কের নিউরোনগুলো বিশ্বাসঘাতকতা করলো। সেই সাথে বেঁকে বসলো পৃথিবীর তাবৎ মানুষ। রাম হতে পারিনি তাই রাবনের এই অশ্রদ্ধা ও তিরস্কার, পরাজিত সত্ত্বার কোন অধিকার নেই ভালোবাসা ও টিকে থাকায়, তাই আমাকে ভাঙ্গতেই হচ্ছে সীমারেখা, হারিয়ে যেতেই হচ্ছে ঘাস কিংবা ইট-পাথরের অরণ্যে, নতুন জীবন-মৃত্যুর খোঁজে। যেখানে তুমি নেই, থাকবেও না কোন দিন। আমি একা একা মন্দিরে ঠিকই আসবো, আমাদের বহু যত্নে আর কষ্টে গড়া প্রেম মন্দিরে। ২৯.০৭.২০১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।