আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্য সিনেমার প্রেম বনাম বাস্তবের প্রেম এবং কিছু অনুরোধ

প্রেমিক প্রেমিকারা ফোনে কথা বলে। প্রায় সারাদিনই বলে,রাতে ইউনিভার্সিটির হলগুলার কিছু কিছু চিপায় জ্যাম লেগে যায়। সারাদিন শর্ট মেসেজ আদান প্রদান চলে। কি কথা বলে? -কেমন আছো বেবি? -এইতো সোনা। বাবু তুমি খেয়েছ? -হ্যাঁ, বেবি।

-কি দিয়ে খেলে? ...................... একটু বাদেই - আমার বেবিটা এখন কি পরে শুয়ে আছে? বেবি খুব বৃষ্টি হচ্ছে, ঠাণ্ডা ঠাণ্ডা আমার না অনেক কিছু ইচ্ছা করছে.... -উঁহু (কন্থস্বরে মাদকতা) কথা চলতেই লাগল সারারাত। প্রেমিক-প্রেমিকারা রিকশাই ঘোরে। ইউনিভার্সিটি এলাকাই সংখ্যাটা একটু বেশিই। বাপের বয়সী এক লোক রিকশা চালিয়ে নিয়ে যাচ্ছে, আর রিকশার মধ্যে চলছে প্রেম। প্রেম করলে হাত এবং ঠোঁট দুটোই খুব সাহসী হয়ে যায়।

টিএসসিতে একবার সন্ধ্যার দিকে ঘুরে আসুন প্রেম দেখতে পারবেন। একবার লালবাগ কেল্লা কিংবা ধানমণ্ডি লেক ও ঘুরে আসতে পারেন। যশরাজদের সিনেমাতে শাহরুখ খান সাহেব যে বৌ এর চেহারাই 'রব' দেখে ফেলেন তাতে আমার কোন আপত্তি নেই। ঠাকুর মশাই থেকে শুরু করে হুমায়ুন আহমেদরা যে কি নান্দনিক ভাবে প্রেমকে উপস্থাপন করে চলেছেন তাও ঠিক আছে। তবে আমি নিশ্চিত করে বলতে পারি বর্তমানে যে প্রেম চলে তার ৯৯ ভাগই এসব 'স্বর্গীয় প্রেমের' নীতি অনুসারে চলে না।

অবশ্য আমি এও বলছি না বর্তমানের প্রেম খারাপ। আমি শুধু তাদের বলতে চাই যারা 'স্বর্গীয় সুধা' পানের আশাই প্রেম করতে চানঃ "সাহিত্যের সুধা আর বাস্তবের সুধার মধ্যে কিঞ্চিৎ তফাৎ আছে। " বাস্তবেরটাও সুধাই বটে তবে আপনি ঠিক এই সুধার আশাই প্রেম করতে আগ্রহী হয়েছিলেন না। বর্তমান প্রেম এর নিয়ম কানুন গুলো একটু আলাদা। চোখ কান খোলা রাখুন, বুঝে যাবেন।

আর এগুলা বোঝার আগে ভুলেও মাঠে নামবেন না। বোঝার পর আপনার প্রেম করার ইচ্ছা নাও করতে পারে। আর তাও যদি করে তো বর্তমানে যেসব রুল মেনে প্রেম চলে সেই সব রুল মেনেই করবেন; নো প্রবলেম। এসব প্রেমের সাথে 'দেবদাস' কনসেপ্ট ভুলেও লাগাবেন না। "তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো।

। " এই কথাটা ভুল। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.