টাইমস অফ ইন্ডিয়ার ২০১২ সালের সেরা কাঙ্ক্ষিত পুরুষের তালিকায় প্রথম অর্জুন এই অবস্থানে আসতে পেছনে ফেলেছেন সালমান খান,শাহরুখ খান,আমির খানদের মত বলিউডের রাঘব বোয়ালদের।
এরকম একটি তালিকায় প্রথম হবার পর তার অনুভুতি জানাতে গিয়ে অর্জুন বলেন, ‘আমি যদি বলি আমি ভারতের সেরা কাঙ্ক্ষিত পুরুষ হতে পেরে খুশি নই, তবে সত্যিই ভুল বলা হবে। আসলে আমি জানিনা কীভাবে ‘কাঙ্ক্ষিত’ হওয়া যায়। তবে যদি বাহ্যিক সৌন্দর্যই হয়ে থাকে এর মূল কারণ,তবে আমি ঈশ্বরকে এবং আমার বাবা-মাকে এজন্য ধন্যবাদ দিতে চাই। ‘
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তেলেগু অভিনেতা মহেশ বাবু।
দক্ষিণের ‘রাজপুত্র’ হিসেবে খ্যাত এই অভিনেতা তার দৈহিক সৌন্দর্য এবং অভিনয়গুণের জন্য সারা ভারত জুড়ে ব্যাপক জনপ্রিয়।
এদিকে ‘দাবাং খান’ সালমান রয়েছেন তালিকায় তিন নম্বরে। অবিশ্বাস্য হলেও সত্য বলিউডের খানদের মধ্যে একমাত্র সালমানই সেরা পাঁচের তালিকায় স্থান করে নিতে পেরেছেন। তালিকায় শাহরুখ খান রয়েছেন ১১ নম্বরে এবং আমির খানের স্থান হয়েছে ২৫ নম্বরে। অনেকেই বলছেন ‘এক থা টাইগার’ এবং ‘দাবাং টু’-এর সাফল্য সালমানকে তার জনপ্রিয়তা ধরে রাখতে সাহায্য করেছে।
তালিকায় চতুর্থ স্থানের অধিকারী ঋত্বিক রোশন ২০১২-এর শুরুটা করেছিলেন ‘অগ্নিপথ’-এর মারদাঙ্গা অভিনয় দিয়ে। বর্তমানে ব্যস্ত আছেন হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’-এর হিন্দি রিমেক ‘ব্যাং ব্যাং’-এর কাজে।
অভিনেতা জন আব্রাহাম ২০১২ এবং ২০১৩ সালে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়ে পর্দায় তার উপস্থিতি ধরে রেখেছেন। ‘রেস টু’, ‘হাউসফুল টু’, ‘আই মি অর ম্যায়’ এবং সবশেষে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’-এর ব্যাপক সাফল্যের পর তালিকায় জন রয়েছেন পাঁচ নম্বরে।
এছাড়াও অভিনেতা অক্ষয় কুমার ২০১১-এর ১৪ নম্বর আসন থেকে এবার উঠে এসেছেন ৬ নম্বরে; ওদিকে বলিউডের কাঙ্ক্ষিত পুরুষদের ভিড়ে একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ নম্বরে জায়গা করে নিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি।
এছাড়া একটি মাত্র সিনেমায় অভিনয় করে একমাত্র নবাগত অভিনেতা হিসেবে সেরা দশে জায়গা করে নিয়েছেন বরুণ ধাওয়ান; তালিকায় তার অবস্থান ৮ নম্বরে। এছাড়া ৯ নম্বরে রয়েছেন রনবীর কাপুর এবং ১০ নম্বর আসনটি পেয়েছেন তেলেগু অভিনেতা রানা ডগুবাতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।