সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের টিউনটি শুরু করলাম। টিউনটির মুল বিষয় আপনারা শিরোনাম দেখেই বুজতে পেরেছেন। ব্যাপারটা আরেকটু খোলাসা করি। আপনাদের যদি বলা হয় বিশ্বের এমন একটি কোম্পানির নাম বলুন যা কিনা কাজ করার জন্য সব থেকে ভালো। আপনি চিন্তায় পড়ে গেলেন তো! হাহাহা।
Glassdoor - বিভিন্ন কোম্পানি নিয়ে রিভিউ করে এমন একটি সাইট, ওরা ৫০টি বেস্ট কাজ দাতা কোম্পানির একটি লিস্ট বানিয়েছে যেখানে এর সব উত্তর আপনি পাবেন।
আসলে মজার ব্যাপার এই, এখানকার সেরা রেট কোম্পানিগুলোর মধ্যে অর্ধেক (২২টি) ই হল টেক কোম্পানি। আর আমি এখানে এই বাইশটি (২২টি) টেক কোম্পানির তাদের রাঙ্ক অনুযায়ী একটি লিস্ট তৈরি করেছি। আমি হলফ করে বলতে পারি এখানকার বেশ কয়েকটি কোম্পানির নাম আপনি আগে কখনো শোনেন নি। কিন্তু এসব কম্পানিতে কাজ করা সৌভাগ্যই বলতে হবে।
Glassdoor এই বছর প্রায় অর্ধ মিলিয়ন কোম্পানি রিভিউ করেছে এবং তার ভিতর থেকে ৫০টি বেস্ট কোম্পানিকে তুলে ধরেছে। তারা মূলত একটি কোম্পানির কর্মচারীদের রেটের উপর, কোম্পানির বিসনেস স্ট্রাটেজির উপর এবং বিভিন্ন পজিটিভ ও নেগেটিভ কিছু বিষয়ের উপর ভিত্তি করে তাদের রাঙ্ককিং করে থাকে। তাহলে স্ক্রলিং করুন আর দেখতে থাকুন।
নাম: Salesforce.com
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: সান ফ্রান্সিসকো
এটি আসলে কি: তারা মূলত ক্লাউড কম্পিউটিং সেবা প্রদান করে যা কোম্পানিকে তার কাস্টমার খুঁজতে ও তাদের সমর্থন করতে সাহায্য করে।
তাদের কর্মচারীরা যা বলে: " খুব স্পন্দনশীল সংস্কৃতি যা শিক্ষা ও বৃদ্ধির উপর মূলত ফোকাস করে।
কোম্পানি জানে কিভাবে কঠোর পরিশ্রম করতে হয়। সামাজিকভাবে অত্যন্ত উদারমনস্ক এবং এখানকার কর্মীরা অনেক ভালো এবং দায়িত্বশীল । "
নাম: eBay
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: সান জোস, সিএ
এটি আসলে কি: একটি অনলাইন ইন্টারনেট ই-কমার্স সাইট যা তাদের কাস্টমারদেরকে অনলাইনে বিভিন্ন পণ্যের সেবা দিয়ে থাকে।
তাদের কর্মচারীরা যা বলে: " এখান থেকে বেড়ে ওঠার জন্য রয়েছে দারুণ সুযোগ এবং মহৎ সব কলিগদের সাথে কাজ করার সুযোগ যারা আসলেই খুব বন্ধুত্বপূর্ণ এবং আপনার যে কোন সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। আমি এখানে কাজ করার পাশাপাশি অনেক নতুন কিছু শিখি।
এটা আমার জন্য খুব ভালো একটি লার্নিং অভিজ্ঞতা। "
নাম: Texas Instruments
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: ডালাস
এটি আসলে কি: এটি একটি সেমিকন্ডাক্টর ম্যানুফাকচারার কোম্পানি।
তাদের কর্মচারীরা যা বলে: " টিআই একটি পুরাতন কোম্পানি যার আছে অনেক বড় ভ্যালু। কিন্তু এটি এখনো টেক জগতে বড় প্রতিযোগী কোম্পানি গুলোর মধ্যে একটি। টিআই বিশাল একটি কোম্পানি এবং এটির রয়েছে অনেক শাখা।
তাই এখানে কাজ করার ভালো সুযোগ আছে । "
নাম: NetApp
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: সানিভ্যালি, সিএ
এটি আসলে কি: কোম্পানি বিভিন্ন এন্টারপ্রাইজ কম্পিউটার স্টোরেজ পণ্য অফার করে থাকে।
তাদের কর্মচারীরা যা বলে: এখানকার সহকর্মীরা আসলেই গ্রেট! এখানে রয়েছে কাজ করার বহু সুযোগ। কোম্পানির পরিবেশ আপনাকে কাজে মনোযোগী করে তোলে এবং আপনার কাজের জন্য দারুণ পরিবেশ তৈরি করে। এখানে থেকে বিভিন্ন কার্যক্রম ও ইভেন্ট এ অংশ নিতে পারাটা বেশ আনন্দের।
নাম: Citrix Systems
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: Fort Lauderdale, FL
এটি আসলে কি: তারা বিভিন্ন ইন্টারপ্রাইজ সফটওয়্যার তৈরি করে থাকে। তাদের তৈরি এই সফটওয়্যার গুলো দিয়ে আপনার পিসি থেকে দূরবর্তী যেকোন তথ্য এক্সেস করতে পারবেন।
তাদের কর্মচারীরা যা বলে: এখানকার টিম গুলো অনেক ফাস্ট। কাজের ভারসাম্য দারুণ। টিম লেভেল ম্যানেজমেন্ট পুরাই অসাম।
নাম: CareerBuilder.com
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: শিকাগো
এটি আসলে কি: এটি মূলত চাকরি সন্ধানী ও সাথে নিয়োগকারীদের জন্য একটি ওয়েবসাইট।
তাদের কর্মচারীরা যা বলে: এখানে রয়েছে অনেক বেশি সুযোগ কিন্তু সেগুলো আপনাকে পেতে হলে এগিয়ে যেতে হবে। কোন কিছুই আপনাকে হস্তান্তর করা হবে না। আমি এখানে অনেক বছর ধরেই জড়িত আছি। তারপরও এখনো আমি এখান থেকে প্রতিদিন কোন না কোন কিছু শিখছি।
এখানকার মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা এক কথায় দারুণ। আমরা সবাই সত্যিই এই প্রতিষ্ঠানের প্রতি যত্নশীল।
নাম: Apple
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: কুপারতিনো, ক্যালিফর্নিয়া
এটি আসলে কি: অ্যাপল ম্যাকিন্টোস পিসি থেকে শুরু করে আইপ্যাড ট্যাবলেট, আইফোন স্মার্টফোন এবং অন্যান্য অন্যান্য কনজিউমার প্রযুক্তি ডিভাইস এবং সফটওয়্যার তৈরি করে।
তাদের কর্মচারীরা যা বলে: বৃহত স্থিতিশীল কোম্পানী। যে কোন কারণে বড় ক্ষতিপূরণ দেয় এবং ভালো স্টক বোনাসের ব্যবস্থা রয়েছে।
কাজে রয়েছে ব্যাপক বিচিত্রতা। বিভিন্ন চ্যালেঞ্জ ও বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ। টেকনিক্যাল সাইটে নিজের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য অনেক সুযোগও রয়েছে এখানে।
নাম: Intel
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৮
হেডকোয়াটার: সান্টা ক্লারা, ক্যালিফর্নিয়া
এটি আসলে কি: ইন্টেল সেরা প্রসেসরের জন্য পরিচিত একটি অর্ধপরিবাহী প্রস্তুতকারক কোম্পানি।
তাদের কর্মচারীরা যা বলে: প্রতি সাত বছরের মধ্যে দুই মাসের বিনাশ্রম বেতন দেয়া হয়।
এখানে কাজের ধরন নমনীয় প্রকৃতির। অবিশ্বাস্যভাবে সব স্মার্ট সহকর্মীরা সাথে কাজ করার অভিজ্ঞতা। যে কোন বিভাগে বা ভূমিকায় সুইচ করা সহজ। ক্যারিয়ার ডেভেলপ করার জন্য রয়েছে প্রচুর পরিমানে ফ্রী ক্লাস এর ব্যবস্থা।
নাম: Rackspace
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৯
হেডকোয়াটার: সান এন্টোনিও, টেক্সাস
এটি আসলে কি: এটি মূলত ক্লাউড কম্পিউটিং ও ওয়েব হস্টিং সেবা প্রদান করে থাকে।
তাদের কর্মচারীরা যা বলে: জোরালো সংস্কৃতি ধারনা ও কাজের জন্য শান্ত পরিবেশ, ঊর্ধ্বাভিমুখী গতিশীলতা, পরিচালকদের থেকে দৃঢ় সমর্থনের ব্যবস্থা।
নাম: National Instruments
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৩.৯
হেডকোয়াটার: অস্টিন, টেক্সাস
এটি আসলে কি: বিভিন্ন টেক প্রোডাক্ট নির্মাণের জন্য এরা স্বয়ংক্রিয় টেস্ট যন্ত্রপাতি তৈরি করে।
তাদের কর্মচারীরা যা বলে: ক্যারিয়ার শুরু করার জন্য গ্রেট জায়গা। নিজেকে গড়ে তোলার জন্য এখানে রয়েছে বহু অপশন এবং সুযোগ। এখানে যে কোন ভূমিকায় কাজ খুঁজে পাওয়া সহজ।
কর্ম জীবনের ভারসাম্য রক্ষায় প্রায়ই উত্সাহ দেওয়া হয় এখানে।
নাম: Red Hat
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪
হেডকোয়াটার: রালেগ, উত্তর ক্যারোলিনা
এটি আসলে কি: রেড হ্যাট বিভিন্ন ইন্টারপ্রাইজদের জন্য ওপেন সোর্স সফটওয়্যার তৈরি করে। জনপ্রিয় লিনাক্স ভার্সন ও রেড হ্যাটের।
তাদের কর্মচারীরা যা বলে: কাজের জন্য রয়েছে স্বচ্ছ পরিবেশ। খুবই প্রতিভাবান এবং কঠোর পরিশ্রমী কর্মী; শক্তিশালী কালচার; কোম্পানি তার কর্মচারীদের প্রতি বেশ যত্নশীল; সহজগম্য নেতৃত্বের দল; রাজনীতির ব্যাপ্তি অনেক কম।
নাম: MathWorks
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪
হেডকোয়াটার: ন্যাটিক, ম্যাসাচুসেটস
এটি আসলে কি: প্রকৌশলী এবং বিজ্ঞানীদের জন্য কম্পিউটেশনাল সফ্টওয়্যার তৈরি করে থাকে।
তাদের কর্মচারীরা যা বলে: এখানে রয়েছে অনেক মজার সব প্রোজেক্ট, অন্যান্য দলের সঙ্গে সম্পৃক্ততা অনেক ভালো, জিবনে সাকসেস হবার জন্য রয়েছে উজ্জ্বল সম্ভবনা। একে অপরের প্রতি সবাই এখানে শ্রদ্ধাশীল। পৃথক পৃথক অফিসের সঙ্গে দারুণ কাজের পরিবেশ, নতুন সব সুযোগ সুবিধা।
নাম: Intuit
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.১
হেডকোয়াটার: মাউনটেন ভিউ, সিএ
এটি আসলে কি: এটি তাদের কাস্টমার এবং ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন আর্থিক এবং ট্যাক্স নির্ভর সফটওয়্যার তৈরি করে।
তাদের কর্মচারীরা যা বলে: কোম্পানির মুল লক্ষ্য কাস্টমার ফোকাস এবং উদ্ভাবনী পয়েন্ট গুলোকে নিয়ে আলোকপাত করে। সব কাজ অতি রেসপ্যাক্ট ও কৃতিত্বের সাথে করা হয়। এখানকার সবাই খুবই স্মার্ট এবং একে অপরের প্রতি হেল্পফুল। বেতন ও বোনাস চমৎকার। কর্মজীবনে রয়েছে দারুণ ভারসাম্যতা।
নাম: Riverbed Technology
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.১
হেডকোয়াটার: সান ফ্রান্সিসকো
এটি আসলে কি: এদের তৈরি কৃত সফটওয়্যার ও হার্ডওয়্যার গুলো যে কোন ইন্টারপ্রাইজ নেটওয়ার্কস কে দ্রুত পরিচালনা করতে সাহায্য করে।
তাদের কর্মচারীরা যা বলে: এখানেও রয়েছে কর্ম জীবনের জন্য মহৎ কাজের ভারসাম্যতা এবং এমন একটি পরিবেশ যেখানে কোন প্রকার অহংকারবোধ এবং রাজনীতি নেই। আমাদের লিডাররা শুধু মাত্র সুপার স্মার্ট নয় তারা আসলে অনেক হেল্পফুল, মজার।
নাম: Slalom Consulting
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.১
হেডকোয়াটার: সিয়াটেল
এটি আসলে কি: এই কোম্পানি বিভিন্ন বিসনেস প্রতিষ্ঠানের বড় বড় সফটওয়্যার প্রোজেক্ট ও ক্লাউড কম্পিউটিং এর জন্য টেক কন্সাল্টিং হিসেবে কাজ করে।
তাদের কর্মচারীরা যা বলে: এখানকার নিয়মিত প্রোজেক্ট গুলো করে আপনি আপনার ক্যারিয়ার পোর্টফলিও সমৃদ্ধ করতে পারেন এবং আপনার স্কিলকে আরও ডেভেলপ করতে পারবেন।
একটি সিনিয়র নেতৃত্বকারী দল ব্যাক্তিগত ও পেশাগতভাবে আপনাকে তাদের বিভিন্ন ভাবে পরামর্শ দিয়ে যাবে। সেখানকার সংস্কৃতি একটি ভিন্ন মজার পরিবেশ প্রদান করে এবং অফিসের ভিতরে ও বাহিরে সবাই মিলে সময় কাটানোর জন্য রয়েছে অনেক সুবিধা।
নাম: Qualcomm
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.২
হেডকোয়াটার: দিয়াগো, সিএ
এটি আসলে কি: স্মার্টফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইস এর জন্য Snapdragon প্রসেসর হিসেবে পরিচিত একটি সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক কোম্পানি।
তাদের কর্মচারীরা যা বলে: দূরদৃষ্টিসম্পন্ন লিডার, বিভিন্ন প্রকল্পে কাজ করার দারুণ সুযোগ, ভালো পারফরমেন্স এর জন্য পুরস্কার ব্যবস্থা, শেখা ও নিজেকে ডেভেলপ করার জন্য হাজারটা সুযোগ, খুব উন্নত আইটি সিস্টেম এবং জনগন সাপোর্ট, পরিবার ভিত্তিক কোম্পানী, ভালো সুযোগ-সুবিধা। এই কোম্পানির সবাই অনেক স্মার্ট, উদ্ভাবনী চিন্তার অধিকারী, সবাই বিনিত স্বভাবের।
নাম: Google
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.৩
হেডকোয়াটার: মাউন্টেন ভিউ, সিএ
এটি আসলে কি: বিশ্বের সব থেকে বড় ইন্টারনেট সার্চ ইঙ্গিন অপারেট করে এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি করে। গুগল তার অধিকাংশ অর্থ তোলে কোম্পানির বিজ্ঞাপন থেকে।
তাদের কর্মচারীরা যা বলে: পুরো কোম্পানি স্মার্ট মানুষে ভরা, তারা আপনার বেতনের থেকেও অধিক সুবিধা দিয়ে থাকে। আমি আমার পেশাদারী ইতিহাসে অন্য সব জায়গার থেকে এখান থেকে অনেক বেশি শিখতে পেরেছি। এখাকার সব মানুষরা অনেক বেশি হেল্পফুল ও ফানি স্বভাবের।
এখানে কাজ করে আমি নিজেকে একজন ভাগ্যবান মনে করি।
নাম: Interactive Intelligence
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.৩
হেডকোয়াটার: ইন্ডিয়ানাপলিস, আই এন
এটি আসলে কি: বিভিন্ন ইন্টারপ্রাইজ ও কল সেন্টারে টেলিফোনে যোগাযোগর জন্য সফটওয়্যার তৈরিকারী একটি কোম্পানি।
তাদের কর্মচারীরা যা বলে: নমনীয় পরিবেশ, উচ্চ চিন্তাশক্তি অধিকারী কর্মচারীবৃন্দ, প্রতিযোগিতামূলক ক্ষতিপূরণ সেবা, শক্তিশালী নেতৃত্ব। কোম্পানির রয়েছে সলিড ফাইনান্স এবং তাদের কাজের ধরন অনেক ফাস্ট প্রকৃতির। এখান রয়েছে মজার সব টেকনোলজি এবং সল্ভ করার মত রয়েছে সব চালেঞ্জিং সমস্যা।
নাম: Guidewire Software
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.৫
হেডকোয়াটার: ফোস্টার সিটি, সিএ
এটি আসলে কি: Guidewire সম্পত্তি ও জীবন বীমা শিল্পের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রস্তুতকারক কোম্পানি।
তাদের কর্মচারীরা যা বলে: এখানকার সবাই স্মার্ট ও সুশৃঙ্খল। প্রচুর সামাজিক ইভেন্ট এ যোগ দানের সুবিধা, রয়েছে সংক্ষিপ্ত কর্পোরেট রাজনীতি, গ্রেট স্যালারি ও দারুণ সব সুযোগ সুবিধা।
নাম: Facebook
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.৫
হেডকোয়াটার: মেনলো পার্ক, সিএ
এটি আসলে কি: ফেসবুক একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট যেখানে মানুষ তাদের চিন্তা ভাবনা ও ছবি তাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারে। গুগলের মত এটিও তার অধিকাংশ অর্থ আনে বিজ্ঞাপনের মাধ্যমে।
তাদের কর্মচারীরা যা বলে: চমৎকার সুযোগ সুবিধা, হেলথ কেয়ার সাপোর্ট, আধুনিক জিমের ব্যবস্থা। একজন মহিলা হিসেবে এখানকার টেক কমিউনিটিতে ব্যাপক পরিমান সাপোর্ট - যা আমার জন্য একটি বিশাল বোনাস। এটি বেশ আশ্চর্যজনক।
নাম: LinkedIn
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.৬
হেডকোয়াটার: মাউন্টেন ভিউ, সিএ
এটি আসলে কি: প্রফেশনালদের জন্য তৈরিকৃত একটি সামাজিক নেটওয়ার্ক। এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন এবং বিভিন্ন কাজের নিয়োগ সার্ভিস বিক্রি করে থাকে।
তাদের কর্মচারীরা যা বলে: এখানকার সবাই তাদের কাজের মান বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এখানে প্রতিদিন কাজ করে সেখান থেকে অনুপ্রেরণা লাভ করা যায়। আমাদের কাজগুলো সব প্রফেশনাল ও শিক্ষামূলক এবং আমি প্রায় প্রতিদিনই এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য উপদেশ পেয়ে থাকি।
নাম: Twitter
কর্মচারীর রেটিং: ৫ এর মধ্যে ৪.৬
হেডকোয়াটার: সান ফ্রান্সিসকো
এটি আসলে কি: এটি একটি সামাজিক মিডিয়া সার্ভিস যেখানে মানুষ ১৪০ অক্ষর বা তার কমে তাদের চিন্তাধারা শেয়ার করতে পারে। বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে এরা আয় করে থাকে।
তাদের কর্মচারীরা যা বলে: টুইটার একটি অত্যন্ত স্বচ্ছ জায়গা। এখানকার সিনিয়র টিম মেম্বারদের আচরন অনেক বেশি সহযোগিতামূলক। এখানকার মানুষেরা অসম্ভব রকমের স্মার্ট। কাজ করার জন্য রয়েছে সুন্দর জায়গা। এখানকার খাবার অভিজ্ঞতা আসলেই গ্রেট।
চমৎকার পরিবেশ।
আসলে এখানে ইতি টানতে চাচ্ছি। এই তথ্যগুলো আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক নতুন কিছু জানতে পারবেন। আমি সংক্ষিপ্ত আকারে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে কোন কোম্পানিকে সবচেয়ে বেস্ট করে মনে হয়েছে? টিউমেন্ট এ আপনাদের মতামত শেয়ার করুন।
সবাইকে আরও একবার বিদায়ী ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।