আমাদের কথা খুঁজে নিন

   

Ai rajniti chai na

গল্পের বই পড়তে ভাল লাগে যদি বলি আমার কিছু হিন্দু বন্ধু তাদের প্রতিমা ভেঙে ফেলেছে। কেউ বিশ্বাস করবে?ঠিক তেমনি কেউ বিশ্বাস করবেনা হেফাযত কুরান পুড়িয়ে ফেলেছে?বাবা awami তোরা এই নোংরা রাজনীতি না করলে ও পারতি। গভির রাতে eletricity off করা হল,দিগন্ত বন্ধ করা হল,সাংবাদিককে spot এর বাইরে যেতে বলা হল। থাকলে ও থাকতে হবে পুলিশের অনেক পিছনে। সরকার এতই যদি innocent হয় তাহলে এত লুকোচুরি কেন?আমরা ত বিশ্বাস করতে চাই এই মহান পুলিশ শত শত মানুষ মারেনি।

কিন্তু কিভাবে বিশ্বাস করব? সামনে bcs exam। বন্ধুরা বলে সাচ্চা অন্ধ awamiবাচ্চা হয়ে যেতে,কিন্তু নিজের বিবেককে কিভাবে বেধে রাখি। গত নির্বাচনে awami support করেচিলাম bnp-jamater দুর্নীতি দেখে। তারপর শত মানুষকে গুম করেছি,হত্যা করেছি। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছি।

আমার হাত তাযা রক্তে রাঙা হয়েছে। গতকাল রাতের পর আমার হাত আরো রক্তে রাঙা হয়েছে। আমার তৃষ্ঞা এখন মিটেনি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।