আমাদের কথা খুঁজে নিন

   

বিকেল

....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি..........

আমার শুরুটা হয়েছিলো পাখিদের গান শুনে তুলোর মত শূভ্র মেঘ গুনে আর মেঘের ফাক ফোকরে সূর্যের উকিঝুকি ওটাও আমার শুরুতে ছিলো আমি আলোকিত হয়েছিলাম রোদ আমাকে বরন করে নিয়েছিলো আমাকে পূর্ণতা দেবার আশ্বাস দিয়েছিলো দিনটিকে উপভোগ করার নিমন্ত্রন জানিয়েছিলো বিশাল বটগাছটি আমিও সাড়া দিয়েছিলাম ঘাসফুলগুলো মাড়িয়ে অনাগত সর্ষে ফুলে হাত বুলিয়ে আমি গিয়ে বসেছিলাম বটের ছায়ায় এতো সবুজ, এতো জীবন চারিদিকে! আমি আগে দেখিনি, হয়ত দেখবও না। দুরের নীল পাহাড় , পাহাড়ের পেছনে পাহাড় তার পেছনে ধূসর মেঘের দেশ আমার লেগেছিলো বেশ এসব যে আমার, আসলেই আমার ছুটে চলা দুষ্ট ফড়িং কিংবা ফুলের ওপর অলস প্রজাপতিটা আমার জন্যেই বারবার পাখা মেলছে আর বন্ধ করছে আমি বাতাসের গান শুনেছিলাম ভালো লেগেছিলো তবে, তার চেয়েও ভালোলাগলো যখন সে আমার চুল এলামেলো করে গেলো হঠাৎ লক্ষ করলাম আমার গলার নীচে বিন্দু বিন্দু ঘাম গরম লাগছে খানিকটা লাগবারই কথা কারন সূর্য তার লুকুচুরি খেলা বন্ধ করেছে আরও পরিষ্কার ভাবে আমাকে দেখার জন্যে একেবারে মাথার উপরে এসে দাড়িয়েছে আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম বট গাছটায় হাত বোলালাম তার দেহে এলিয়ে দিলাম আমার দেহ প্রজাপতিটা বোধহয় আমার চেয়েও ক্লান্ত আর পাখা খুলছে না, চুপচাপ চুপ-চাপ। ক্লান্তি নেই বাতাসটার, হুটহাট তার গতি বাড়াচ্ছে আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে তবে ঠিক দাড়িয়ে আছে পাহাড়গুলো আরো উজ্জল হয়ে উঠেছে,আরো সবুজ হয়ে উঠেছে মেঘগুলো কি আমার উপর রাগ করল? তাহলে ওরা আকাশের এককোনে চুপটি করে কেন বসে আছে? নাকি সূর্যের সঙ্গে ঝগড়া হয়েছে? আমি ভাবতে পারিনা তার আগে ক্লান্তিতে আমার চোখ বন্ধ হয় আমি ঘুমিয়ে পড়ি, চলে যাই স্বপ্নের দেশে স্বপ্ন দেখতে আমার ভালোই লাগতো তবে খারাপ হতো যখন বাস্তবতা বিরক্ত করত আমি উড়তে চাইতাম, দিতনা আমি ভাঙ্গতে চাইতাম, বলত "না" আমি মানতাম না কিন্তু বাধ্য করত আমি লড়তাম কিন্তু হারিয়ে দিত যেভাবে এবারও হারিয়ে দিলো আমি হেরে গিয়ে আস্তে আস্তে চোখ খুলি দেখি কমলা রঙে বদলেছে সূর্যটা সেই ফুলের ওপরের অলস প্রজাপতিটা নেই নেই দুষ্ট ফড়িংটাও, কোথায় গেল সবাই? এদিক ওদিক খুজে পাইনি বাতাসটাকেও তবে ভালো লেগেছে মেঘগুলো দেখে তারা ঘুড়ির মত ছড়িয়ে পড়েছে পুরো আকাশে তারাও কমলা রঙ ধার নিয়েচে সূর্যের কাছ থেকে তবে রঙ তারিয়েছে দুরের পাহাড়গুলো ভীষণ কালচে দেখাচ্ছে তাদের ঠিক তাদের ছায়ার মত ঘুমিয়ে পড়েচে বটের পাতারা হন্তদন্ত হয়ে কোথায় যেন যাচ্ছে দুরের কালো পাখিরা এটাই হয়ত গোধুলীবেলা বিকেলের শেষ আমি রোদের প্রতিশ্রুতি অনুসারে পূর্ণতা পেলাম কিনা জানিনা তবে আমার সময় পূর্ন হলো কিন্তু কেউ আমাকে বিদায় দিলনা শুধু বলল কাল এখান থেকেই হবে অন্য কারো দিনের শুরু। [চরম বিরক্তিকর এই বিশাল কবিতার জন্যে ক্ষমা প্রার্থী ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।