আমাদের কথা খুঁজে নিন

   

অনলাইলে Fantasy World T20 2012 Cricket খেলুন। ম্যাক বুক, আই প্যাড সহ দারূন সব পুরষ্কার জিতুন।

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। টি২০ বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেট প্রেমিদের জন্য ESPN Cricinfo একটি গেমিং কনটেস্ট শুরু করেছে। যারা গত ওডিআই বিশ্বকাপে এই খেলাটি খেলেছেন তাদের জন্য এটি নতুন কিছু নয়। খেলার নিয়ম সেই আগের মতই আছে। শুধুমাত্র পুরষ্কারের সংখ্যা আর আর মূল্য বৃদ্ধি পেয়েছে।

নতুনদের জন্য কিছু নিয়ামাবলী এবং গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হলো। আমি ইতিমধ্যে একটি দল তৈরি করেছি। তাই দেরি না করে আপনিও আপনার টিম তৈরি করে ফেলুন আর মেতে উঠুন টি২০ বিশ্বকাপের আনন্দে। নিয়মাবলীঃ ১) ফ্রি রেজিস্ট্রেশন - এই লিংকে গিয়ে প্রথমে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলুন। লিংক: Click This Link ২) রেজি: হয়ে গেলে আপনার ই-মেইলে একটা ভেরিফিকেশন লিংক পাঠানো হবে।

লিংকে ক্লিক করে রেজি: কনফার্ম করুন। ৩) টিম গঠন- মূল পেজে ফিরে এসে সিলেক্ট টিমে ক্লিক করুন। (নতুন করে লগ ইন করতে হতে পারে)। টিমের জন্য একটি নাম ঠিক করুন। নিচে এই বিশ্বকাপে অংশ নেওয়া প্লেয়ারদের একটা লিস্ট আসবে।

সাথে ৩টি টিম ফরমেট দেখানো হবে। আপনি পছন্দ মত একটি ফরমেটে প্লেয়ার সিলেক্ট করতে থাকবেন। প্রতিটি প্লেয়ারের জন্য মূল্য নির্ধারণ করা আছে। আপনাকে ১০০০০০০ ডলার দেয়া হবে। আপনি ১১ জন প্লেয়ার কেনার জন্য এই নির্দিষ্ট ১০০০০০০ ডলার খরচ করতে পারবেন, এর বেশি নয়।

অংশ নেয়া ১২টি দলের যে কোন খেলোয়ার আপনি কিনতে পারবেন। এভাবে একজন একজন করে ১১ জন প্লেয়ান কিনে ফেলুন আর আপনার দল গঠন করুন। ৪) ১১ জন প্লেয়ার কেনার পর নিচে কনফার্ম বাটন চেপে টিম গঠন নিশ্চিত করুন। হয়ে গেল আপনার টিম। টিমে কোন পরিবর্তন আনতে চাইলে আনতে পারবেন।

পয়েন্ট প্রাপ্তি: টি২০ বিশ্বকাপে যে প্লেয়ার যেমন পারফর্ম করবে তার উপর তার জন্য পয়েন্ট পাবে টিম ওনাররা। বিস্তারিত- Click This Link গুরুত্বপূর্ণ টিপস: টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে আপনি যতবার খুশি ততবার প্লেয়ার বদল করতে পারবেন। কিন্তু খেলা শুরু হয়ে গেলে গ্রুপ পর্বে মোট ২৪ বার, সুপার এইট পর্বে ১২ বার এবং সেমি ফাইনাল এবং ফাইনালে ৪ বার প্লেয়ার বদল করতে পারবেন। তাই প্লেয়ার অদল বদলের টেকনিকের উপরেই আপনার পয়েন্ট প্রাপ্তির হার নির্ভর করছে। তাই প্লেয়ার অদল বদল করতে হবে চিন্তা ভাবনা করে।

মোটামোটি গুরুত্বপূর্ণ টিপসগুলো দিলাম। আরো কোন টিপস দরকার হলে মতামত জানাবেন। তাই এখুনি শুরু করে দিন আপনার টিপ গঠন, আর অংশ নিন পুরষ্কারের দৌড়ে। সামু প্রিমিয়ার লীগঃ অংশগ্রহণের নিয়ামাবলীঃ ক্রিকইন্ফোর প্রতিযোগিতার পাশাপাশি আপনি সামু প্রিমিয়ার লীগের অংশগ্রহণ করতে পারবেন। খেলার নিয়মাবলী একই।

ক্রিকইন্ফোতে দল তৈরি করলেই হবে। শুধুমাত্র আমাদের তৈরি করা একটা লীগে আপনাকে জয়েন করতে হবে। বিস্তারিতঃ Click This Link সামু লীগ আপডেট ১: srjony বলেছেন: পুরস্কার বিতরণ অনুষ্ঠানও করতে পারি। সাথে একটা পিকনিক-পিকনিক আমেজও থাকবে। আমারা তো অনেকেই অনেক আড্ডাবাজি করে খরচ করি, এবার নাহয় "সামুরঃ আড্ডা কিছু করি।

আমার কিছু প্রস্তাব। চাদার টাকা সবার সমান হবার দরকার নাই, । মানে স্টুডেন্টরা (টিউশনি করে) ১০০-২০০ দিলেই হবে, চাকুরিজীবি এবং ফ্যামিলি দ্বায়ভার যাদের আছে তারা ৩০০ থেকে ৪০০। চাকুরিজিবি কিন্তু ফ্যামিলি দ্বায়ভার নাই মানে আমার মত "উরনচন্ডি" ৫০০। সাধারান ব্যাবসাহি তারা ৫০০+ রাঘবোয়াল বা রুই-কাতলা'রা, খুশি হয়ে মুক্ত হস্তে যা দেয়।

(নিজে চাইয়া তাদের লজ্জা দিলাম না স্টুডেন্ট (যাদের কোনো ইনকামই না) তাদের দেবার দরকার নাই, (আমরা বড় ভাই আছি কি জন্যে?) সামু লীগ আপডেট ২: এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৩৫টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে সামু প্রিমিয়ার লীগে। কিন্তু আমারা এখনও পর্যন্ত ইমেইল পেয়েছি মাত্র ১০ জনের। তাই সকলের অবগতির জন্য পুনরায় জানানো হচ্ছে যে, যারা ইমেইলের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন না করবেন তারা পুরষ্কারের জন্য বিবেচিত হবেন না, যদিও তারা বেশি পয়েন্ট অর্জন করেন। যারা ইমেইল না করবেন তাদের পরবর্তী জন পুরষ্কারের জন্য বিবেচিত হবেন। আপডেট ৩: এ পর্যন্ত যারা ইমেইলে আগ্রহ দেখিয়েছেন পিকনিকে থাকার জন্য এবং লীগে অংশ নেওয়ার জন্য তাদের তালিকাঃ কাজী ইরফান শামীর রহমান জনি ফিরোজ আহমেদ সুস্ময় পাল নুরুজ্জামান সোহেল এহসান আহমেদ রাফাত নূর আহসানুল ইসলাম সাইফুল ইসলাম মেহেদি হাসান আপডেট ৪: এ পর্যন্ত যাদের কাছ থেকে সাড়া পেয়েছি তাদের নাম এবং কে কে কি পরিমান চাঁদা দিয়ে আমাদের আয়োজনকে সাফল্যমন্ডিত করতে চান তা নিচে উল্লেখ করা হলো- ১) Name: Susmoy Paul Team Name: The Eleven (Susmoy Neelardho) Profession: Student চাঁদার পরিমান- ১০০ টাকা।

২) নাম: Sohag Student+Job চাঁদার পরিমাণ- ৪০০ টাকা। ৩) নামঃ আমিনুর রহমান জনাব আমিনুরের সহকর্মীর নামঃ সঞ্জয় মজুমদার যোগাযোগ এর জন্য মোবাইলঃ ০১৭৫৫৩০৬০২১ জনাব আমিনুরের ব্লগ- Click This Link সহকর্মীর ব্লগ- http://www.somewhereinblog.net/blog/snrl চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। ৪) নাম- Sayed Azadul Haque Private Service 01713426945 চাঁদার পরিমাণ- Tk.300 ৫) নাম- রাফাত নুর ফোন- 01843888881 চাঁদার পরিমাণ- ৫০০টাকা ৬) Name: Atiqur Rahman Cell:01713 145385 Profession: IT Manager চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। ৭) নাম- Rafi RAihan Student Notre Dame College চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। ৮) নাম- Abu Shaleh ফোন-01912945077 চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই।

৯) নামঃ আসাদুজ্জামান মোবাইলঃ ০১৯১৫৩৭৫৯৩৯ পেশাঃ ছাত্র দলের নামঃ সুচিপত্র চাঁদার পরিমাণ- ৫০০ টাকা ১০) নাম- syful tonmoy ফোন: +8801670453350 চাঁদার পরিমাণ- ২০০-৩০০ টাকা ১১) নাম: Ahsanul Islam Shaon পেশা: Student মোবাইল: 01723694866 team : Bangla Tiger চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। ১২) Name- Md. Saif Uddin Profession- Engineer Mobile-+8801718142238 চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। ১৩) নাম- মেহেদী হাসান মানিক পেশা: ছাত্র দলের নাম BDtiger যোগাযোগের নম্বর ০১৯৬৭২৮৮২৯৯ চাঁদার পরিমাণ- ১০০ টাকা ১৪) Name: Md. Ehsan Occupation: Student (B.Arch) Cell: 01948264623 চাঁদার পরিমাণ- ২০০ টাকা ১৫) Name : Md.Nuruzzaman Sohel Job : Student Call : 01961541578 চাঁদার পরিমাণ- ৩০০ টাকা ১৬) নাম- Firoz Ahmed Bhuyian Student cell: 01812940880 চাঁদার পরিমাণ- ২০০ টাকা ১৭) Shamim Rahman (Jony) (LLB,LLM, Consultant-Immigration Law) Mobile: 01673258059 চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। আমাদের অর্থমন্ত্রী। ***** ১৮) নাম- কাজী মো ইরফানুল মোস্তফা পেশা: ছাত্র ফোন- 01823143601 প্রথম ইমেইলটা ইরফানের কাছ থেকে পেয়েছিলাম।

তাই ইরফানকে স্পেশালি ধন্যবাদ। ১৯) নাম: Prashanta Saha work: Unemployed mob: 01912074989 ২০) নাম- koushik student 01191-090909 চাঁদার পরিমাণ- উল্লেখ করেন নাই। ২১) নাম- Rashan Shahrian Nipun কিছুই উল্লেখ করেন নাই। শুধু আগ্রহ দেখিয়েছেন। ---------------------------------------------------------- এ পর্যন্ত প্রাপ্ত ইমেইল থেকে সব তথ্য তুলে ধরলাম।

যেহেতু বিশ্বকাপ শেষ হওয়ার পরে আমরা পিকনিকটি আয়োজন করব তাই এর আগের যে কেউ অংশ নিতে পারবে। কিন্তু সে প্রিমিয়ার লীগে অংশ নিতে পারবেনা এবং পুরষ্কারের জন্য আবেদন করতে পারবেনা। এছাড়া উপরের ২১ জন+আমি ছাড়া কেউ প্রিমিয়ার লীগের পুরষ্কারের জন্য বিবেচিত হবেন না, যদিও তার পয়েন্ট বেশি থাকে। তাই নিয়মমাফিক অংশ নেয়ায় কেবল এই ২২ জনের মধ্য থেকে যার দল বেশি পয়েন্ট পাবে তাকেই বিজয়ী ঘোষনা করা হবে। ব্লগার জনিকে অনুরোধ করবো অর্থ সম্পকৃত একটা নীতিমালা গ্রহণ করার জন্য।

আপনার ব্যাংক এ্যাকাউন্টের তথ্য অতি সত্তর প্রদান করুন। যাতে সবাই সময় নিয়ে তাদের চাঁদা জমা দিতে পারেন। চাঁদা জমা দেয়ার জন্য সবাইকে ৭-১০ দিন সময় দেয়া প্রয়োজন। তাই ব্লগার জনি তথ্য দেয়ার ৭-১০ দিনের মধ্যে আপনার টাকা জমা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারো আরো বেশি সময় প্রয়োজন হলে আমাদের জানাবেন।

সবকিছুই আমাদের কাছে বিবেচ্য। কারো অর্থনৈতিক সমস্যাও বিবেচনা করা হবে যা আমরা আগেও বলেছি। এখানে কোন লাভ ক্ষতির বিষয় জড়িত নেই। জড়িত একটি বন্ধন তৈরির প্রয়াস মাত্র। আর যারা ইমেইলে তাদের মতামত দিবেন আশা করি সবাইকেই কপি রাখবেন।

যাতে করে সবার কথা সবাই জানতে পারি। এতে মতামতের বহিঃপ্রকাশ ঘটবে। সেই সাথে আমাদের সকলের সিদ্ধান্ত নিতেও সুবিধা হবে। আর যারা তাদের মোবাইল নম্বর দেন নাই তাদের দ্রুত মোবাইল নং দেয়ার অনুরোধ করবো। যাতে করে আমরা প্রয়োজনীয় তথ্য আপনাদের জানিয়ে দিতে পারি।

আমাদের পিকনিক আয়োজন এবং সামু লীগের আয়োজন শুধুমাত্র আমাদের বিনোদনের খোরাক জোগানোর জন্য এবং ভাতৃত্বকে সুসংসহ করার জন্য। কারো যদি কোন নেগেটিভ চিন্তাভাবনা থাকে এবং তার প্রকাশ আমরা লক্ষ্য করি তাহলে তাকে আমাদের আয়োজন থেকে বহিষ্কার করা হবে। পরিশেষে সকলের মতামত এবং সহযোগিতা কামনা করছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।