বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।
বাংলাদেশে এখন কতগুলো পত্রিকা আছে? কিংবা কত জন সাংবাদিক আছেন?
এই প্রশ্নের জবাব খোদ সরকারের সংশ্লিষ্ট মহলও জানেন কি না কেউ কি জানেন?
ছাত্র জীবনে আমার বিরাট একটা সময় কেটেছে ময়মনসিংহে। সেখানে দেখতাম কত পত্রিকা। এই সব পত্রিকার কোন পাঠক ছিল কিনা কে জানে।
ময়মনসিংহে আমার যে পত্রিকাগুলোর নাম এখনো মনে আছে তা হচ্ছেঃ
১। দৈনিক জাহান
২। দৈনিক স্বদেশ সংবাদ
৩। দৈনিক আজকের স্মৃতি
৪। দৈনিক ইনসাফ
৫।
দৈনিক শিপা
৬। দৈনিক সবুজ
৭। দৈনিক বাংলার জমিন।
আরো কয়েকটির নাম মনে পড়ছে না।
এই পত্রিকাগুলোর কোন পাঠক না থাকলেও বিজ্ঞাপন পেত।
বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পেতেন সম্পাদকরা। বেশ লাভজনক মনে হয়।
এখনো কি জেলায় জেলায় আগের মতোই পত্রিকার ছড়াছড়ি? সাংবাদিকদের আনাগোনা? সংবাদ সংগ্রহের নামে চাদাবাজি?
ব্লগাররা আওয়াজ দিতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।