আমাদের কথা খুঁজে নিন

   

রবীন্দ্র জৈনঃ জন্মান্ধ একজন সঙ্গীত ব্যক্তিত্ব এবং তার কিছু গান

জীবন ,সে তো পদ্ম পাতায় শিশির বিন্দু" দুর হ্যায় কিনারা (মান্না দে) , চিট্টিয়ে (লতা), তেরা মেরা সাথ রাহে (লতা), গোরী তেরা গাও বড়া পেয়ারা (ইয়েসুদাস), এ্যায় মেরে উদাস মন (ইয়েসুদাস), ঘুংরু কি তারাহ (কিশোর কুমার), কিংবা কুমার শানুর ইস নজর সে কাভি ,এ ধরনের অসংখ্য গানের সুরস্রষ্টা রবীন্দ্র জৈন। জন্মান্ধ একজন লোক। অথচ তিনি কখনো সুরকার, কখনো গীতিকার, কখনো বা নিজেই শিল্পী। জন্ম রাজস্হান হলেও একসময় ভাবতাম, তিনি বোধ হয় কোন বাঙালী সঙ্গীত ব্যক্তিত্ব। অবশ্য ভাববার কারনও ছিল।

তাঁর রচনা ও সুরে প্রচুর বাংলা গান বিভিন্ন শিল্পীরা গেয়েছেন। যেমন হৈমন্তী শুক্লার কন্ঠে ,বিকেল হলে তোমায় মনে পড়ে-(সুরঃ নওশাদ),আর যা বল তা বল-(সুরঃ নওশাদ), যদি সুরের দোলাতে, কাছাকাছি থেকো,রজনী বিদায় নিল,কিংবা আরতী মুখার্জীর " ও গোলাপ ও মালতী প্রভৃতি । তাছাড়াও যখন তিনি নিজের কন্ঠেই গেয়ে উঠেন "বরিশালের পুলা আমি ঢাকার মাইয়া চাই" তখন তাকে "বরিশাইল্যা মনু" হিসেবে মনে করাটাও অস্বাভাবিক কিছু নয়। এহেন কারনে প্রথমদিকে তাকে বাঙালী হিসেবেই ধরে নিতাম । কিন্তু পরবর্তীতে যখন শুনলাম তিনি মালায়লাম ভাষায় গান তৈরী করে ইয়েসুদাসকে দিয়ে রেকর্ড করিয়েছেন,কিংবা পাঞ্জাবী গানেও অবদান রেখেছেন, তখন এই লোকের আসল পরিচয় সম্বন্ধে জানতে অনেকটা ধাধায় পড়ে গেলাম,যা এখনো অজানা রয়ে গেল।

তবে আমার কাছে সবচেয়ে আশ্চর্য্যজনক যেটা মনে হয় , তা হল জন্ম থেকে অন্ধ একটা লোকের পক্ষে কিভাবে সঙ্গীতের বিভিন্ন ক্ষেত্রে বিচরন করা সম্ভব ? এনিওয়ে, আগেই বলেছি গান লেখা ও সুর দেয়ার পাশাপাশি তিনি মাঝেমধ্যে গান ও গেয়ে থাকেন। গেয়েছেন কিছু বাংলা গানও। এর একটি জনপ্রিয় গান "শোন ও বকুল" বাংলাদেশের কোন একটা ব্যান্ড রিমেক করে বেশ নাম কুড়িয়েছিল এক সময়। সেই গানটি সহ রবীন্দ্র জৈনের আরও কিছু গান শোনা যাক। বড় কঠিন তোমায় ভুলে থাকা বাউল হয়না পরিলে গেরুয়া শোন ও বকুল, মল্লিকা হাসনুহেনা মন কি কভু মনের সাথে প্রেম করেছে হায় হায় কি করি চলতে পথে হঠাৎ এলো বৃষ্টি আসতে শাল যাইতে শাল তারই নাম বরিশাল তুমি ভূল আমার দিয়েছো হেসে হেসে যারে ঐ সাগর চোখে এমন জানো চাতুরালী করনা কো রাধারানী পাখী উড়ে যাবে বলে কথা রেখে দিয়ে ভালবাসার আদালতে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।