আমাদের কথা খুঁজে নিন

   

মোটরসাইকেল চালাতে যে বিষয়গুলো লক্ষ্য রাখা প্রয়োজন

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই ছোট আকারের যান্ত্রিক বাহন হিসেবে মোটরসাইকেলের জুড়ি মেলা ভার। একদিকে যেমন গতি উপভোগ করা যায়, অন্য দিকে বাহন হিসেবে অসাধারন। এই অসাধারন বাহনই সামান্য কিছু অসাবধানতার কারনে অংগহানী ও মৃত্যুর কারন হতে পারে। কিছু সাবধানতা অবলম্বন করলেই আমি অনেক বিপদ থেকে নিজেকে বাচিয়ে চলতে পারেন। সব সময় হেলমেট ব্যবহার করুন: রেকর্ড বলে ৬৭% হেড ইনজুরি এবং ২৯% মোটরসাইকেল দুর্ঘটনার মৃত্যুর হার কমে যায় যদি হেলমেট ব্যবহার করা হয়।

হেলমেট যেমন আপনার মাথাকে সুরক্ষিত রাখে তেমনি চলার পথে চোখকে ধুলোবালি-পোকা-রোদ ইত্যাদি থেকেও রক্ষা করে। অন্যের ভরসায় থাকবেন না: চলার পথে অন্য যানবাহন, পথচারী আপনার প্রয়োজন মতো সাইড দিবে বা সরে যাবে এই আশা করবেন না। বরং অনেক ক্ষেত্রেই উল্টোটা হয়। গাড়ীর সামনে দিয়ে দৌড় দেয়া, আপনাকে দেখার পরেও অন্য সাইকেল, রিক্সা ইত্যাদি রাস্তা ক্রস করা ইত্যাদি ঘটনা ঘটিয়ে থাকে। কাজেই অন্যের ভরসায় নিজের কন্ট্রোল হারাবেন না।

নিয়ন্ত্রনে রাখুন আপনার চোখ সুন্দরের প্রতি মানুষের আকর্ষন স্বাভাবিক, কিন্তু চলার পথে সেটিই আপনার মৃত্যু ডেকে আনতে পারে। বাইক চালানো অবস্থায় সুন্দরী মহিলাই হোক আর সুন্দর ফুলের বাগান হোক, সেদিকে দৃষ্টি না দিয়ে রাস্তায় মনযোগ রাখুন, নিজেকে নিরাপদ রাখুন। বাক গুলোতে সতর্ক থাকুন রাস্তার বাকগুলোতে সতর্ক থাকুন, অবশ্যই স্পীড কমাবেন। ডানপাশে যেতে সতর্ক থাকুন চলার পথে ডান পাশে যেতে হলে বা ডানে রাস্তা ক্রস করতে হলে সামনে এবং পিছনে উভয়দিকে আসা গাড়ীর অবস্থান দেখে নিশ্চিন্ত হয়ে তবেই ডানে রাস্তা পার হবেন। চালক বান্ধব পোশাক ব্যবহার করুন: মোটরসাইকেল দুর্ঘটনায় হাত-পা ইত্যাদির চামড়া ছিলে যাওয়া কমন ব্যপার।

প্রয়োজনে চামড়ার হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন। পাতলা পোশাক অপেক্ষা জিনস/চামড়া জাতয় পোশাক আপনার চামড়াকে বেশি সুরক্ষিত রাখবে। অন্যের চোখে দৃশ্যমান থাকুন বাইক চালাতে উজ্জল পোশাক পরুন যেন অন্য চালক আপনাকে সহজেই দেখতে পায়। আপনার যাত্রা শুভ হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।