সুখের আচল জড়ানো তোমার শরীরের শিল্পকলায়, তৃপ্তির কারুকাজ আঁকা তোমার নাভীমুলে। গুপ্ত সুন্দয্যের শিল্প ভেঙ্গে ভেঙ্গে তোমার রুপের নাগর হই আমি, প্রেম কাম ক্ষুধা তৃষ্ণা সবি তোমার জন্যে করি অন্তরে চাষ। হৃদয়ের দাবী যদি হয় ভালোবাসা চাই, শরীরের দাবী তবে কি থাকে? তোমাকে দেখলে বলতে চেয়েও পারিনা বলতে হৃদয়ের কথা, শিল্পের মতো কারুকাজ মণ্ডিত হয়ে- তুমি রয়ে গেলে অনুভুতির সীমানায়! শরীরের ভাঁজ খোলে চির সুন্দরের গান গাওয়া যদি নাই হয়- অতৃপ্তির পাল উড়িয়ে চিরকাল আমি জেনে নেবো সুন্দয্যের পরিচয়। সুখের আঁচল জড়ানো শরীর সুন্দয্যের ভক্ত আমি আজীবন ছিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।