আমাদের কথা খুঁজে নিন

   

এইসব উত্তরে যারা আমাকে পাগল, ছাগল বা আবাল ভাবছেন তাঁদের অভিনন্দন!! কিন্তু সরকারকে ভাবলে দেশদ্রোহীর মামলা হতে পারে!!!

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন প্রশ্নঃ সুন্দরবন আমাদের কি কাজে লাগে? উঃ কোন কাজেই লাগে না। শুধু শুধু বিরাট একটা জমি ফালতু পড়ে আছে। প্রশ্নঃ সুন্দরবনে কারা থাকে? উঃ কিসব ফালতু বাঘ, হরিন, সাপ, পোকা মাকড় থাকে। বাঘে অনেক মানুষ মারে, আহত করে। বাঘ না থাকলে অনেক মানুষের জীবন রক্ষা হত।

প্রশ্নঃ কোনটি বেশী দরকার, সুন্দরবন বা বিদ্যুৎ? উঃ অবশ্যই বিদ্যুৎ! সুন্দরবন কোন দরকারই নাই, বরং সুন্দরবন কেটে ফেললে অনেক জমি পাওয়া যাবে, সেই জমি অনেক কাজে লাগবে, দেশের উন্নয়ন হবে, দেশের দারিদ্র কমবে, দেশ ধনী হবে। শুধু টাকা, টাকা আর টাকা আসবে। প্রশ্নঃ বিদ্যুৎ প্রকল্পের জন্য কি অন্য কোথাও জমি পাওয়া যায় না? উঃ এই ছোট দেশে জমির খুব প্রয়োজন। অন্য কোথাও জমি পাওয়া গেলে অন্য কাজে ব্যবহার করা যাবে। তাছাড়া সুন্দরবন সাফ করতে পারলে জমি বাড়বে।

প্রশ্নঃ সুন্দরবন ধ্বংস হলে পরিবেশের ক্ষতি হবে না? উঃ পরিবেশ আবার কি? পরিবেশ কি খায় না মাথায় দেয়? পরিবেশ কি টাকা দেয়? ফালতু প্রশ্ন সুন্দরবন প্রশ্নে এইসব প্রশ্নের এইরকম উত্তর শুনে যারা আমাকে পাগল, ছাগল বা আবাল ভাবছেন তাঁদের অভিনন্দন!! কিন্তু সরকারকে এসব ভাববেন না তাহলে দেশদ্রোহীর মামলা হয়ে যেতে পারে!!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।