আমাদের কথা খুঁজে নিন

   

"REMINDER" আমিরাতে অবস্হানরত ১৫ বছরের কম বয়সীদের জন্য।

জীবন তো শুধু একটাই, তার মধ্য থেকে খুজে নিতে হবে ভালো কিছু, এবং ভালো মানুষ...... Emirates ID কর্তৃপক্ষ আমিরাতে অবস্হানরত জাতীয় ও আবাসিক পিতা মাতাদেরকে তাদের ১৫বছরের কম বয়সী সন্তানদের মাঝে যাদের এখনো আইডি কার্ড নিবন্ধন হয় নাই, তাদরকে বিলম্ব চার্জ ছাড়া ০১ অক্টোবরের পূর্বে EID নিবন্ধন করতে আহ্বান জানিয়েছেন। কিভাবে আইডি কার্ড রেজিস্টেশন করবেন? Emirates ID কর্তৃপক্ষ অনুমোদিত টাইপিং'এ রেজিস্টেশন করতে পারবেন. প্রয়োজনীয় কাগজপত্র: মূল পাসপোর্ট Expiry Date এবং valid Residency Expire সহ। পাসপোর্ট সাইজ এক কপি ফটো with white background। যাদের পাসপোর্টের মেয়াদ শেষ তারাও EID রেজিস্টেশন করতে পারবে তবে তাদের Application'এ পরবর্তীতে modification আসতে পারে। আরো যাহা উল্লেখযোগ্য: যে সকল শিশুর ভিসার মেয়াদ ডিসেম্বর 31.2012 আগে শেষ হবে তাদেরকে ভিসা নবায়নের সময় EID রেজিস্টেশন করলে চলবে।

যাদের ইতিপূর্বে EID রেজিস্টেশন ছিল,কিন্তু ID CARD পাননি তারা নিকটস্থ EID SERVICE POIENT থেকে IDN Certificate সংগ্রহ করতে হবে,যাহা ID CARD RENEW করতে প্রয়োজন হবে। শিশুকে ID টাইপিং সেন্টোর বা EID সার্ভিস সেন্টার’এ যাওয়া লাগবেনা। যে সকল শিশুর পুরাতন আইডি আছে, তবে আইডির মেয়াদ না থাকলে তা অবশ্যই নবায়ন করতে হবে। এবং পুরাতন আইডি কার্ড টাইপিং সেন্টারে নিয়ে আসতে হবে। যে সকল শিশুর ইতিপূর্বে আইডি কার্ড ছিল, বর্তমানে বয়স ১৫ বছরের বেশি তাদেরকে EID Renewal টাইপ করার পর EID SERVICE POIENT এ গিয়ে ছবি ও FINGERPRINT দিয়ে আসতে হবে।

যে সকল শিশু বাবা অথবা মায়ের পাসপোর্টের সাথে একাত্রে তাদের জন্য EID'র রেজিস্টেশন প্রয়োজন আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।