আমাদের কথা খুঁজে নিন

   

মহাগণজাগরণ (শততম পোস্ট)

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত হেফাজতে ইসলামের লংমার্চের সৃতি নিয়ে লেখা আজকের এই পোস্ট মিছিলগুলো এগিয়ে চলছে শাপলা চত্বর পানে, স্বার্থ নয়, আসছে তারা প্রিয় ইসলামের টানে। তারা চায়, মুসলামনের দেশে মুসলমান হয়ে বেঁচে থাকতে, ধর্মোদ্রোহিদের প্রতিরোধ করে ইসলাম সুরক্ষিত রাখতে। শত বাঁধা-বিপত্তি উপেক্ষা করে হল তারা একত্রিত, কত হুমকি, ভয় দেখানো হল তবু তারা হল না ভীত। এত লাখো মানুষ! করবো কিকরে এটাকে সন্বোধন? মহাসমাবেশ? জনসমুদ্র? নাকি মহাগণজাগরণ? ছয় এপ্রিল শাপলা চত্বরে আবারো হল প্রমাণ, ইনশাআল্লাহ ইসলাম টিকিয়ে রাখবে এদেশে সকল মুসলমান। ========================================== আজকে ব্লগার পরিসংখ্যান দেখে চমকে গেলাম, সেই হিসাবে এটাই আমার শততম পোস্ট। এত ঘন ঘন পোস্ট দেওয়ার কোন ইচ্ছা যদিও ছিল না, তবু ধর্ম ও দেশের জন্য যখন পোস্ট দেওয়া প্রয়োজন বোধ করেছি, তখনই পোস্ট দিয়েছি। আমার ব্যক্তিগত পোস্ট বলতে হাতে গোনা। এই দীর্ঘ সময়ে যারা আমার পাশে ছিলেন বা এখনো আছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.