আমাদের কথা খুঁজে নিন

   

অবগতি প্রতিবেদন :

প্রিয় বন্ধুগণ আমি বেশ কিছু দিন হইতে ফেসবুকে লেখালিখি করিতেছি। অনেকেই আমার লেখাগুলোকে কবিতা হিসেবে ট্রিট করেন। আমি কিন্তু ওগুলোকে কবিতা বলিনা। আামি কবিতা লিখবো বলে প্রস্তুতি নিয়ে লিখিওনি। আপন মনের দুঃখ কষ্টগুলোকে হালকা করার জন্য নিশ্বাসের এক প্রয়াসে ভাবনায় যা আসে তাই লিখে ছেড়ে দিয়েছি।

আমার ফেসবুকে এত সময় যায় যে, নির্দিষ্ট সিডিউল মান্য করা আমার দুষ্কর হয়ে পড়ে। ভেবেছি আর হয়তো আবেগধর্মী কিছু লিখবোনা। যারা বোদ্ধা কবি তারা আমার লেখা গুলোকে কবিতা ভেবে আমাকে লজ্জা দেবেন না। আমি কবিতার ঘোর বিরোধী লোক। অনেকবার নিজেই কান ধরে তওবা করেছি।

তবু কিছু কথা, কিছু আবেগ মনে দোলা দেয়। সেই দোল থেকে নিজকে এড়াতে পারিনা। জীবনে আর যাই হই নিজকে কবি হিসেবে পরিচয় দেবার দুঃসাহস থেকে বিরত থাকবো। কেনোনা কবি জিনিসটা বড় একটি বিষয়। এটির অনেক দায়িত্ব আর কর্তব্য ,যেটা আমার দ্বারা কোনো কালেই সম্ভব হবেনা।

ইহা আপনাদের মহান অবগতির জন্য পেশ করিলাম। শাফিক আফতাব সহকারী অধ্যাপক বাঙলা বিভাগ লতিফ ভুইয়া ডিগ্রি কলেজ, ঢাকা। ০১৭১২২১৫০০৯ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.