আমাদের কথা খুঁজে নিন

   

নীল জোছনা

চুপিসারে শব্দসাঁকো গাঁথছি মনের কোণে ঘনপাযে এক লহমায় ছুটছি অচিন বনে। না বলা সব শব্দগুলো ঢালব তারই কানে সুখের জোয়ার এল বুঝি মনটা নাহি মানে! কোন কুহকে স্বপ্ন বুনি কিসের এত তাড়া কার বিহনে মনকে করি সবার নজরকাড়া! শব্দমায়ায় জড়িয়ে ফেলি পুড়িয়ে সকল আশ হচ্ছে বপন মনের ভেতর রঙ্গিন দিনের চাষ। তরতরিয়ে যাচ্ছে ধেয়ে মনের খোলা নদী সন্ধ্যারাতে অচিন বনের ছায়া হতে যদি, একটু সুখে তীব্র কেঁপে ফিসফিসিয়ে বলি চল তবে নীল জোছনায় তারা হয়ে জ্বলি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।