নদী তুমি দিয়েছো হাতছানি স্বপ্ন তোমার রাঙতে এলাম আমি- চাইনি নিতে তোমার সুধা-পানি চাইলে ছলে হতে মনোযামী। স্বপ্ন পথে পাচ্ছ না দিশ, তখন স্বপ্ন-আশার উজান দিলাম ছেড়ে, সত্য ভুলে সাজাচ্ছ ভুল যখন স্বপ্ন উজান ভাটি হয়ে ফেরে। নাওনি বোধে; পথটা আমার বাঁকা, লক্ষ্যে যাব কবে? তা নেই জানা, ঘরে না পৌঁছালে জীবন চাকা জন্ম আমার পুরোপুরিই কানা। আমি শুধু নিজকে ভালোবাসি পেলাম এমন ‘সত্য কথা’ পথে, ‘দূষছি অনেক নদী’-শুনে হাসি সত্য; আজো 'সাদা' রঙের পথে। অনুবাদে ভুল করেছো নদী নই আমি নই স্বপ্নভাঙার ঢেউ, ওপার বিচার-সুরুজ ওঠে যদি বুঝবে আমি তোমার আপন কেউ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।