আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই এই ছবিগুলো আমার গ্যালাক্সি নোট ১০.১ এ আঁকা। নিজের আঁকা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি। ভাল না লাগলেও অসুবিধা নেই। আপনাদের দেখাতে পেরেই আমি খুশি। স্কেচ গুরু নামে একটা সফটওয়্যার ব্যাবহার করে আঁকা (তবে আমার হাত ছাড়া অন্য কারও হাতে এমন ফলাফল না আসলে আমি বা সফটওয়্যার কেউ দায়ী না) সময় লেগেছে: ২ মিনিট কি যে আঁকলাম নিজেও জানিনা সময় লেগেছে ২০ মিনিট সময় লেগেছে ৩ মিনিট এই ছবিটার নাম "PAINS" একটা মানুষের অনেক দুঃখ থাকতে পারে, হয়ত সে একই সময় বিভিন্ন রকম কষ্টের বিভিন্ন রং এ কেঁদে যায়। আমরা হয়ত দেখি, হয়ত দেখিনা সময় লেগেছে ৩ ঘন্টা ছবিটা সাদাকাল ভাল লাগছিল না তাই ফটোফপে এ নিয়ে একটু রং করে আনলাম। কেমন লাগল বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাকের ঠ্যাং বকের ঠ্যাং কে এত এত ভালবাসার জন্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।