আমাদের কথা খুঁজে নিন

   

মর্কট / কবীর হুমায়ূন

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। মর্কটে আজ ভরে গেছে বঙ্গদেশের চাত্তালি, জাল ফেলে সব নেয় যে শুষে তবু পায় হাততালি। নিঃস্ব সকল শিষ্য তাদের একটু কণার প্রত্যাশায়, লোভ দেখায়ে লেজুর বানায়, একটুখানি ঘি বিলায়। মিটিং-মিছিল অগ্রভাগে থাকে সকল মর্কটে, লেজুরেরা লাশ হয়ে যায় যখন কামড়ায় কর্কটে। তেল চোঁয়ানো চেহারাটা, গর্দানেতে চর্বি বেশ, আস্তে করে সটকে পড়ে নিংড়ানো হলে শেষ। কবে হবে শুভবুদ্ধি লেজুর দলের চেতনায়, থাকে যদি মর্কটে সব কাটবে দিবস বেদনায়। আয়রে মজুর নিঃস্ব সকল নিজের হিস্যা বুঝে নেই, তেলে মাথায় তেল বিলানো বন্ধ করি এখানেই। ০৪/০৯/২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.