আমাদের কথা খুঁজে নিন

   

মাছটি ডিম দেয়না ,বাচ্চাও দেয়না, বংশ বিস্তার করে কিভাবে

আপনারা কেউ কি ছবির এই মাছটির নাম জানেন ? জুলাই থেকে অক্টোবর পর্যন্ত উপকূলীয় এলাকার খাল বিল ও ধানী জমিতে এই মাছ পাওয়া যায় । অত্যান্ত সুস্বাদু এই মাছের , দামও থাকে বেশ চড়া । যারা শুটকি পছন্দ করেন তারা এই মাছের সাথে এই মাছের শুটকি দিয়ে রান্না করে চেখে দেখতে পারেন, স্বাদ জীবনেও ভুলবেন না । সুস্বাদু এই মাছ নিয়ে আমি পত্রপত্রিকা বা ইন্টারনেটে কোন আলোচনা বা তথ্য পাইনি । জীব বিজ্ঞানিদের জন্য এই মাছ নিয়ে গবেষণা করার চমকপ্রদ বিষয় রয়েছে ।

এই মাছের পেটে কখনও ডিম দেখা যায়নি । ২ ইঞ্চির নিচে পোনা মাছও কেউ দেখেনি । চরের মাঝে শুকনা সিজনে ফেটে চৌচির হয়ে থাকা জমিতেও, বৃষ্টি হলে নতুন পানিতে এই মাছের দেখা পাওয়া যায় । নতুন পানিতে কোথা থেকে এই মাছ উদয় হয়, কিভাবে বংশ বিস্তার করে তা উপকূল বাসি ও মৎস্য জীবীদের কাছে এক রহস্য । কারো কাছে এই মাছের কোন তথ্য থাকলে জানার আগ্রহ থেকেই এই পোস্ট ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।