স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি । বেশ শখ করেই ব্লগে আসা । আমি এখানে একেবারেই নতুন ।
অ্যাকাউন্ট খোলার সময় সামু-র অ্যাডমিনরা যে কথা দিয়েছিলেন তা তারা রাখেন নি । সেফ করার কথা ছিল এক সপ্তাহ পর , করেছেন ২ মাসেরও পরে । ১ মাস অপেক্ষা করে বিরক্ত হয়ে আর আসিই নি এখানে । সেদিন কি মনে করে মেইল চেক করতে গিয়ে দেখলাম আমার অ্যাকাউন্ট সেফ করতে তাদের মর্জি হয়েছে । নিজের লেখা-লেখির চেষ্টা ছোট বেলা থেকেই ।
পারি না হয়তো কিছুই , তবে কয়েকবছর আগে Facebook এ অ্যাকাউন্ট খোলার পর বন্ধু বান্ধবদের মুগ্ধ করার চেষ্টা গুলো খুব একটা বিফলে যায় নি । অনেকের শেয়ার করা বিভিন্ন পোস্ট দেখে মনে হয়েছিলো ব্লগে আসা যেতে পারে । এখানে অনেক মুক্তমনা মানুষ আছেন , যারা শুধু সমালোচনাই করতে জানেন না ঢালাও ভাবে , যারা ভালো কে ভালো , খারাপকে খারাপ বলার সাহস ও ক্ষমতা দুটোই রাখেন । আসলাম ও । হতাশ হয়েছি ।
মানুষ একটা গণ্ডির মধ্যে বাঁধা পরে গেছে , যার বাইরে সে যেতে চায় না । আমার দেখার বা স্বল্প সময়ে হয়তো চোখ এড়িয়ে গেছে । কিন্তু আজ আরেক ভাইও বললেন সামুতে যদি আমি আরও বছর-খানেক আগে আসতাম তাহলে ভালো হতো । সামু নাকি তখন আরও অনেক বেশী মানসম্মত ছিল । অনেক ভালো ব্লগার নাকি এখানে এখন আর আসেন না ।
কথাটা কি আসলেই সত্য নাকি তার ব্যক্তিগত অভিমত? আপনার মতামত জানতে চাই ।
ব্লগে আসার অভিজ্ঞতাটা আরও বেশী সুখকর হলো না অনর্থক নামক একজন ব্লগার (নাকি চোর??) এর জন্য ।
Facebook এ অনেকদিন আগে একটা কবিতা লিখেছিলাম । নাম মেঘবতী , তবুও তোমাকেই । এখানে এসে দেখি এটা আমার অজান্তে আরেকজনের হয়ে গেছে ।
অনর্থক সাহেব তা তার নিজের লেখা বলে চালাচ্ছেন । সবচেয়ে মেজাজ খারাপ লাগলো যা দেখে তা হল তার ব্লগ প্রোফাইলে লেখা “ অনৈতিক কাজ সহ্য করতে পারি না । “ অনৈতিক কাজের সংজ্ঞা বদলে গেছে নাকি আজকাল ?? আর মানুষ দিন দিন এমন ভণ্ড হয়ে যাচ্ছে কেন ?
Plagiarism এর বিরুদ্ধে সামুতে কি করা যায়? আরেকটা অপ্রীতিকর কথা বলে শেষ করছি । গতরাত হতে আজ পর্যন্ত ব্লগে অনেক লেখাই পড়লাম । অনেকগুলো ভালো লেগেছে খুব , কিছু দেখে মনে হয়েছে বাক স্বাধীনটা আর ছ্যাবলামি বা আঁতলামোর পার্থক্য অনেকের কাছে স্পষ্ট না ।
অতলান্তিক আঁতলামো গুলো বেশি ধরা পড়লো কমেন্টে । ঢালাওভাবে দালালীর ব্যাপারটাও লক্ষণীয় । নিজের সাথে মেলে না এমন কোন কথা বললে দল বেধে গালাগালি করতে নেমে যায় সবাই এখানে । আর ভদ্র , অভদ্র উভই প্রকার গালাগালিতে জ্ঞানপাপীরা তো বরাবরই সবিশেষ দক্ষতার অধিকারী । বাংলাসাহিত্য বা দেশ কতটুকু উপকৃত হচ্ছে জানি না তবে নিত্যনতুন , উদ্ভট , আজগুবি , প্রাচীন রসসমৃদ্ধ গালাগালির মুক্ত চর্চায় বাংলা ভাষা আরও গতিময় হচ্ছে নিঃসন্দেহে ।
ধর্মীয় পোস্টগুলোতে অন্যদের উপস্থিতি খুবই কম , অথচ উঠতি নাস্তিকদের জনপ্রিয়তা আকাশচুম্বী । কেন ?
Facebook এ আমার ঐ কবিতাটা
Click This Link
আর চোট্টা অনর্থকের চুরির প্রমাণ
Click This Link
বিচার চাই , ভণ্ডামি এবং চোরামীর ( বিভক্ত রায়ে নয় ) !!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।