আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। মান্যবর কবি মিল্টন হাসনাত ,আমাদের মিল্টন ভাই উনার অনেক পরিচয় ডাক্তারী পরিচয় টা বাদ দিয়া আমি উনার কবি আর ফটোগ্রাফার পরিচয় টা ই বড় করে দেখবো |কিছুদিন আগে আমার প্রতিবেশি "ঠোটকাটা"কবি আখতারুজ্জ্বামান আজাদ ভাই কে নিয়া একটা গরু রচনা লিখেছিলাম আর এক জায়গায় লিখেছিলাম আজাদ ভাই এর কবিতায় আমি বোদলেয়ারীয় গন্ধ পাই । পেচগি ডা লাগছে এই জায়গায় মিল্টন ভাই জানতে চেয়ে কমেন্ট করছিলেন আমি কোথায় কিভাবে বোদলেয়ারীয় গন্ধ পাইছি । আজ স্ক্রোল করে পুরনো লেখা খুজতে গিয়া দেখি উনার মন্তব্য । আমি তো আকাশ ভাইঙ্গা পড়ছি ।
এবার শানে নুজুলে আসি বোদলেয়ারের হাত ধরে আধুনিক কবিতার জন্ম তাকে সিম্বোলিস্ট ও বলা হয় । সমস্ত প্রথা ,প্রতিষ্টান কে করেছেন প্রশ্নবিদ্ধ । এসেছে নগর ,শহর ,মানুষের ভির বাট্টা,নৈতিক সংকট ,ইন্দ্রিয় (কামুকতার )পরিশুদ্ধ প্রকাশ । রোমান্টিকতা থেকে কবিতা কে করেছেন অবমুক্ত । জন্ম দিয়েছন বিস্ময়কর আধুনিক
কবিতার ।
"Unable to suppress love, the Church wanted at least to disinfect it, and it created marriage."বিয়ে নামক প্রতিষ্ঠান সম্পর্কে তার যুতসই ব্যাখ্যা ।
ভালোবাসা কে দমন না করতে পেরে কাঠমোল্লারা বের করলেন বিয়ে নামক হাস্যকর প্রথাটি ।
আজাদ ভাই এর কবিতায় নগর ,কাম,প্রেম ,নৈতিক সংকটের কথা বারবার এসেছে ।
উনি এক কবিতায় লিখেছেন কবিরে দেখলে নাকি গর্ভপাত হয়,কুমারী মেয়ের সতিত্ব যায় । এই রকম হাজার টা উদাহরন দেয়া যাবে ।
কিন্তু আমার কাছে উনার বই গুলু নাই আমি শুধু ফেইসবুক ফলো করে মন্তব্য করছি । কবির কি আসে যায় কে কি ভাবলো তাতে !আমি পাঠক না হয় একটু কমলার গন্ধ ই পাইলাম ।
আপনার নাম শুনেছি আগে কিনতু আপনাকে জেনেছি বুঝেছি আখতরুজ্জ্বামান আজাদ ভাই এর মাধ্যমে ।
আমি মোবাইল দিয়া লিখি বলে অনেক কথা লিখতে পারিনা ।
আমি ফটোগ্রাফি বিষয়ে আপনাকে গুরু মানতে চাই ।
গুরু দক্ষিণা কি দিমু কন ?
আপনি ভাল থাকবেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।