আমাদের কথা খুঁজে নিন

   

ড্যাব নিয়ে র‌্যাব!

কবি হতে চেয়েছিলাম... বিশেষ মন্তব্য ড্যাব নিয়ে র‌্যাব! তায়েব মিল্লাত হোসেন কাজের কাজী হয়ে উঠেছে আমাদের র‌্যাব (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন)। ড্যাবের (ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অন্তর্কোন্দল ঘিরে হত্যা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েেেছ তারা। তিনি চিকিৎসককে হত্যার পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ছয়জন। এরমধ্যে একজন সাবেক ছাত্রদল নেতা ও দন্ত চিকিৎসক। র‌্যাবের দাবি, অন্যরা সাধারণ সন্ত্রাসী।

তবে ওই পাঁচজনের পরিবারের অভিযোগ, সাভারের হেমায়েতপুর থেকে ১৩ আগস্ট তাদের র‌্যাব পরিচয় দিয়ে কিছু লোকজন তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ। নিন্দুকেরা হয়তো এরমধ্যে অন্য চিত্রনাট্য খুঁজবে, যেমন: আর সব দল ও সংগঠনের মতো বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবেও নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। সম্প্রতি বিষয়টি বড়ো বেশি প্রকাশ্য হয়ে পড়েছে। বর্তমান সরকারের বিরোধী আদর্শের এ সংগঠনকে ঘায়েল করার মোক্ষম এক সুযোগ।

এতে বিএনপিকেও খানিকটা বিব্রত করা যাবে। তাই প্রথমে হেমায়েতপুরে গুমের ঘটনা, তারপর ক্রসফায়ার-বন্দুকযুদ্ধে প্রাণনাশের হুমকি নয়তো তিন চিকিৎসক হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার স্বীকারোক্তি। প্রাণ বাঁচাতে দ্বিতীয় শর্তের বিকল্প আর কী? তাই হেমায়েতপুরের যুবকেরা স্বীকারোক্তি দেয়। নিন্দুকদের চিত্রনাট্য থাক। আমরা র‌্যাবের বলা সত্য ঘটনাই জাবর কাটি।

আর আওড়াই: সমস্ত প্রশংসা র‌্যাবের! লেখক: সাহিত্যপ্রেমী, গবেষণাকর্মী ও সাংবাদিক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।