আদালতে পুলিশের প্রতিবেদন, মামলা খারিজ ‘পুলিশের আঘাতে ফারুকের রক্ত বের হয়, কিন্তু হেলমেটের কারণে সেই পুলিশকে সনাক্ত করা যায়নি’ হরতালে বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশের নির্যাতনের বিষয়টি প্রমাণিত হয়নি বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জয়নুল আবদিন ফারুকের আক্রমণাত্মক আচরণ এবং সঙ্গীয় সংসদ সদস্য সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া ও শাম্মী আক্তারের উসকানিমূলক আচরণের কারণে ঘটনার সূত্রপাত হয়। পুলিশের প্রতিবেদনটি আমলে নিয়ে মহানগর হাকিম মো. হাসিবুল হক মামলাটি গতকাল সোমবার খারিজ করে দেন। তবে বাদীর আইনজীবী প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের সময় চাইলে আদালত তাও নাকচ করে দেয়। (দৈনিক ইত্তেফাক থেকে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।