change in real ফরেক্স সম্পর্কে মৌলিক ধারনা:
মূলত, ফরেক্স বাজার(forex Market) হল সেই যায়গা যেখানে সবাই বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা এবং মূল্য নির্ধারণ করে। সবাই বলতে এখানে বিভিন্ন ব্যাংক, ব্যবসায়ী, প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ক্রেতা-বিক্রেতা, এমনকি সরকারকেও বোঝানো হয়েছে। একে মুদ্রা বাজার(Currency market), বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র(Foreign currency exchange center), বৈদেশিক মুদ্রার বাজারও(Foreign currency market) বলা হয়ে থাকে। তবে যে নামেই ডাকা হোক না কেন, এটি হল বিশের সবচেয়ে বড় এবং তরল বাজার। এইখানে প্রতিদিন প্রায় চল্লিশ লক্ষ কোটি ডলার এর সমপরিমাণ লেনদেন হয়।
এটি একটি মুদ্রা ক্রয়-বিক্রয় এর ব্যবসা তাই খুব নিমেষেই অর্থ আয় ও রূপান্তর করা যায়।
এই বাজার প্রতিদিন ২৪ ঘণ্টাই খোলা থাকে এবং সপ্তাহে ৫ দিন কেনাবেচা চলে। সবচেয়ে বড় ও প্রভাবশালী বিনিময় কেন্দ্র গুলো লন্ডন, নিউ ইয়র্ক, জুরিখ, হংকং, ফ্রাঙ্কফুর্ট, টকিয়ো, সিঙ্গাপুর, প্যারিস ও সিডনিতে অবস্থিত। এটা অবশ্যই লক্ষণীয় যে ফরেক্স বাজার বলতে কখনই কোন একক বা কেন্দ্রীয় বাজার বা যায়গা কে বোঝানো হয়না। এটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এর মতো কোন কেন্দ্রীয় শেয়ার বাজার না যেখানে এক যায়গায় সকল লেনদেন ও অন্যান্য কাজ করা হয়ে থাকে।
ফরেক্স বা বৈদেশিক মুদ্রার মূলত বিভিন্ন ব্যাংকগুলোতে কেনাবেচা হয় এবং এখানেই এর নির্দিষ্ট ও সঠিক মূল্যনির্ধারণ করা হয়ে থাকে । এবং বিভিন্ন ব্রোকার(Broker) বা দালালী(Dealer) প্রতিষ্ঠান গুলো এসব ব্যাংক থকে তথ্য নিয়ে আমাদেরকে এসবের একটি তুলনামূলক গড় মূল্য জানিয়ে থাকে। এই ব্রোকার প্রতিষ্ঠানগুলি মূলত ব্যাবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ফরেক্স এর বাজার তৈরি করে এবং লেনদেন এর ব্যবস্থা করে। যখন আপনি কোন মুদ্রা-জোড় (currency pair) কিনবেন তখন এই ব্রোকারই তা আপনাকে বিক্রয় করবে। এর জন্য আরেকজন বিক্রেতার কোনও প্রয়োজন হবেনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।