দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আজকাল বিভিন্ন প্রযুক্তি পত্রিকার একটা বড় অংশ ভরে থাকে কিভাবে অনলাইনে ফ্রি-ল্যান্সিং আয় করে স্বাবলম্বী হওয়া যায়। আউটসোর্সিং এইসব উপায় এর একটা বিশাল অংশ জুড়ে থাকে।
তবে এর বাইরেও টুকটাক একটা দু-টা পদ্ধতি থাকে যেগুলো শিখলে একটা নিয়মিত আয়ের উৎস তৈরি হয়ে যায়। আজ এরকম একটি উপায় এর কথা জানাতে এসেছি যেটার মাধ্যমে কিছু অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনি নিয়মিত লাভ করতে পারবেন।
আপনারা অনেকেই ফরেক্স এর কথা শুনে থাকবেন। ফরেক্স হল ফরেন এক্সচেনজ ট্রেড এর সংক্ষিপ্ত রুপ। এক কখায় এটা আন্তর্জাতিক মুদ্রা কেনা বেচার একটি ব্যবসা। আপনি কোনদিন যদি দেশের বাইরে গিয়ে থাকেন, তবে আপনাকে সাথে থাকা ডলার ভাঙ্গিয়ে সেই দেশের স্থানীয় মুদ্রায় পরিবর্তন করে নিতে হয়েছে। এটাই ফরেক্স।
আপনি একদেশের মুদ্রা বিনিময়ে আরেক দেশের মুদ্রা কিনছেন, দেশের বাইরে গেলে আপনি এ কাজটি করেন সেই দেশে চলা ফেরা করার জন, এবারে আপনি একই কাজটি করবেন ব্যবসা করে লাভ করার জন্য।
মুলত ফরেক্স হল একটি অনলাইন মার্কেট প্লেস যেটাতে আপনি ইন্টারনেট এর মাধ্যমে ট্রেড করতে পারবেন বিভিন্ন দেশের কারেন্সি বা মুদ্রা। মুদ্রা কম দামে কিনবেন আর দাম বাড়লে ছেড়ে দেবেন। এর জন্য আপনাকে সাহায্য নিতে হবে একজন ব্রোকারের যে আপনার রিকোয়েস্ট অনুযায়ী কেনা বেচার কাজটি করবেন। তার মাধ্যমে আপনি ঘরে বসেই মার্কেট পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নিয়ে কেনা-বেচার কাজটি করতে পারবেন।
বর্তমান পৃথিবীর সবথেকে বড় ফাইনানশিয়াল মার্কেট হল ফরেক্স মার্কেট। এই মার্কেট এ প্রতিদিন চার ট্রিলিয়ন (৪০০,০০০,০০০,০০০) ডলারের বেশি আন্তর্জাতিক মুদ্রা কেনাবেচা হয়। এত বড় মার্কেট হবার কারনে কোন দেশ বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনমুলক কর্মকান্ড থেকে এই প্রতিষ্ঠান মুক্ত। স্বয়ং বিল গেটসও এতটা ধনী মানুষ নয় যে সে এই মার্কেটকে একদিনের জন্য প্রভাবিত করতে পারবে। সুতরাং এই মার্কেট যেকোন ধরনের দুষ্টচক্রের নিয়ন্ত্রন থেকে মুক্ত।
ফরেক্স তিন ধরনের হয়ে থাকে। প্রত্যেক দেশের রাষ্ট্রীয় ব্যাংক সে দেশের পক্ষ থেকে বাধ্যতামুলক ভাবে ফরেক্স করে থাকে। এছাড়া বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য অর্থ-প্রতিষ্ঠানগুলো গুলো তাদের জমানত থাকা টাকাগুলো বিনিয়োগ করে নিজেদের লাভের উদ্দেশ্যে ফরেক্স এর অংশ নিয়ে থাকে। এছাড়া প্রায় দশ বছর আগে এই মার্কেট সাধারন মানুষদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরপর থেকে সাধারন মানুষরাও ব্রোকারদের মাদ্যমে এই মার্কেট এ অংশ নিতে পারেন।
বর্তমানে ফাস্টওয়ার্ল্ড দেশ গুলোতে প্রচুর মানুষ এই কাজটিকে একদম ফুলটাইম পেশা হিসেবে নিয়ে জিবিকা নির্বাহ করছেন।
কতটা লাভ করা ফরেক্স ট্রেড করে? আপনি আপনার বিনিয়োগের উপর নির্ভর করে দৈনিক ১০ ডলার থেকে শুরু করে ৫০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। তবে সাধারন মানুষদের জন্য, যারা বেশি বিনিয়োগ করতে চান না, তারা সহজেই দৈনিক ১০ থেকে ৩০ ডলার আয় করতে পারেন একজন ভাল ফরেক্স ব্রোকারের মাধ্যমে। এই মার্কেট সপ্তাহে ৫ দিন চালু থাকে, দুই দিন হল সাপ্তাহিক বন্ধ।
আমরা অনেকেই অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে আয় করে থাকলেও বেশিরভাগ সময়েই সেটা পরিশ্রমের তুলনায় খুবই সামান্য।
কিন্তু ফরেক্স এর মাদ্যমে এই অকস্থা অন্য দিকে নিয়ে যাওয়া যায়। ফরেক্স এর আয় অনলাইনে করা গেলেও এটা মুলত ফাইনানশিয়াল ইন্টিলিজেন্স ওয়ার্ক। এটি একটি বিদ্যা, আন্তর্জাতিক অর্থ বাজার বোঝা, তারপর সেটা বুঝে সিদ্ধান্ত নেবার। ফার্স্ট ওয়ার্ল্ড দেশ গুলোতে বিভিন্ন ফাইনানশিয়াল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ্এই বিষয়ে প্রশিক্ষন দেবার ব্যবস্থা আছে। আগ্রহী মানুষরা সেই সব প্রতিষ্ঠান থেকে তাদের প্রশিক্ষন নিয়ে সবকিছু বুঝে এই মার্কেটে বিনিয়োগ করেন এবং তারা নিয়মিত ভাবে লাভের মুখ দেখেন।
না বুঝে এই মার্কেট এ নামতে গেলে সেটা হবে আত্বহত্যার মত একটা ব্যপার। এখানে না বুঝে বিনিয়োগ করা মানে হল অনেকটা জুয়া খেলার মত। যদি কপালে লাগল,তবে আপনি অল্প সময়ের মধ্যে ১০০ কিংবা ২০০ শতাংশ লাভ নিয়ে বের হয়ে আসতে পারবেন। যদি কপাল ফেভার না করে তবে আপনার সব বিনিয়োগ শেষ হতে পাচ মিনিটও লাগবে না।
জেনে বুঝে বিনিয়োগ করতে পারলে আপনি এটা থেকে দৈনিক সামান্য কিন্তু নিয়মিত লাভ নিয়ে আসতে পারবেন।
সেই লাভের পরিমান হতে পারে আপনার বিনিয়োগের ১০ শতাংশ থেকে ১৫ কিংবা ২০ শতাংশ। শুধুমাত্র বিনিয়োগই না, আপনি এই বিষয়ে পর্যাযÍ পরীক্ষিত জ্ঞান অর্জন করলে আপনি অনায়াসেই যেকোন আন্তর্জাতিক ফাইনানশিয়াল প্রতিষ্ঠানে চাকুরী পেতে পারেন যার নি¤œতম মাসিক বেতন হতে পারে ৩০০০ ডলার থেকে শুরু করে ১০,০০০ ডলার পর্যন্ত। কেউ যদি নিজেকে সেই পরিমানে দক্ষ করে নিতে পারে এই বিষয়ে , অনায়াসে আর্থিক সাফল্য এর মুথ দেখবে সে।
আমাদের দেশে এটি একটি নতুন ধারনা হলেও এখন অনেকেই এ কাজটি করছেন। সঠিক প্রশিক্ষন ও নির্দেশনা পেলে আপনিও পারবেন তাদের একজন হতে।
একটি ডেমো ফরেক্স একাউন্ট পেতে ক্লিক করুন
এ বিষয়ে আরও জানতে ক্লিক করুন এখানে
যোগাযোগ:
এফ এক্স টেক জোন.
০১৭১০৪৯০৮০০
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।