আমাদের কথা খুঁজে নিন

   

কম্বোডিয়ায় গ্রেপ্তার হলেন পাইরেট বে সহ-প্রতিষ্ঠাতা,এখন মুভি ডাউনলোড করমু কোথা দিয়া।

আমরা হেরে যাইনি। এশিয়া কাপ না জিতলেও তোমরা আমাদের হৃদয় জয় করেছ। আমরা গর্বিত বৃহস্পতিবার কম্বোডিয়ার নম পেন-এ গ্রেপ্তার হলেন পাইরেট বে সহ-প্রতিষ্ঠাতা। কপিরাইট আইন লক্সঘনের দায়ে সুইডিশ আদালতে ১ বছরের জেল এবং ৩৬ লাখ ডলারের জরিমানা হয়েছিলো গটফ্রিড সার্থোলমের। শাস্তি এড়াতে কম্বোডিয়ায় পালিয়েছিলেন সার্থোলম।

খবর সিনেট নিউজ-এর। কম্বোডিয়ার পুলিশ সার্থোলমকে কেন গ্র্রেপ্তার করেছে, এ ব্যাপারে এখনও নিশ্চুপ রয়েছে সুইডেন এবং কম্বোডিয়া কর্তৃপক্ষ। সার্থোলমের আইনজীবী ওলা সলোমনসনের সূত্রে টরেন্টফ্রিক জানিয়েছে, ইন্টারন্যাশনাল ওয়ান্টেড লিস্টে নাম থাকার কারণেই গ্র্রেপ্তার হয়েছেন সার্থোলম। কম্বোডিয়া এবং সুইডেনের মধ্যে বন্দী বিনিময়ের কোনো চুক্তি না থাকলেও, কম্বোডিয়া সার্থোলমকে ঠিকই সুইডেনের হাতে তুলে দেবে বলেই জানিয়েছেন সলোমনসন। উল্লেখ্য, কপিরাইট আইন লক্সঘনের দায়ে ২০০৯ সালে সুইডিশ আদালতে একই সঙ্গে জেল জরিমানা হয় পাইরেট বে-এর চারজন প্রতিষ্ঠাতা পিটার সুয়েড, ফ্রেডরিক নেইজ, কার্ল লান্ডস্টোর্ম এবং সার্থোলমের।

২০১০ সালে সুইডিশ আদালতের আপিল শুনানি থেকে অনুপস্থিত ছিলেন সার্থোলম। তিনি আদালতকে জানিয়েছিলেন, চিকিৎসার জন্য কম্বোডিয়ায় অবস্থান করছেন তিনি। এ বছরের জানুয়ারি মাস থেকেই সারথোলমের ১ বছরের বন্দী জীবন শুরু হবার কথা ছিলো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।