আমাদের কথা খুঁজে নিন

   

নাগাদের গ্রামে

স্বপ্ন জেগে থাকে ঝাঁকড়া চুল। সফেদ দাড়ি। শালপ্রাংসু রিজু দেহ মুখে বিষন্নতার ছায়া অলৌকিক রথের সওয়ারী সম্মুখে দন্ডায়মান। আনন্দ নিরানন্দের দোলাচাল ফুলিয়া, ফাঁপিয়া কাঁপিয়া উঠে আত্মার গভীরে। অতীতের সড়কে আলোর নাচন স্মৃতির পাখিরা ডানা মেলে আকাশে।

.... কিন্তু একি সাজ? নাগাবেসে আবির্ভুত দুর অনন্ত হতে। বিরস আনন। বিরস লোচন। বিরস বচন : একদা একজন খ্যাতনামা শিক্ষক কালের দিশারী, পরম শ্রদ্ধাভাজন হস্যদৃপ্ত মুখে সম্ভ্রম, শালীনতা, আদর্শের অমিয়বাণী, আজি কেন স্ফলন, পুত্রের সম্মুখে? মেঘের গর্জন সম মেঘমন্ত্র স্বর : যথা দেশে যেমত আচার । আপ্তবাক্য ভুলে গিয়েছ কি পুত্র ? ক্ষমতার সিংহাসনে আসিন রাজাধিরাজ, মন্ত্রীবর্গ এবং পেশজীবী, শ্রমজীবী, মসিজীবী, বুদ্ধিজীবীগন নাগাবেসে সাজিয়াছে সকলে, কোমরে বসন, বাহুল্য ভূষন, বর্জিত সর্বজনে।

নাগাদের গ্রামে, নাগাদের সাথে বসনে কি বা প্রয়োজন, বল পুত্র আমার? লজ্জায় মস্তক অবনত। চাহিয়া দেখি বিছানা, আলনা, ঘরের মেঝে, সর্বত্র ধুলোর পলেস্তার। বসনের আকাল। চোখ হতে নিদ্রা ছুটে যায় স্বপ্নরা উড়াল পাখি, ... চারদিক প্রগাঢ় অন্ধকার। বিভিষিকাময়।

নির্বাসিত আলো, এমসার ওপারে। নির্বোধ বালকসম আর্ত্মিহাহাকার বিলিয়মান অস্তিত্বের পশ্চাতে ধাবমান : পিতা । জনক আমার । ভ্রান্তির নাগপাশে বন্দি স্বজন । বিভ্রম আর বিভ্রান্তির ঘেরাটোপে আটকে মুঢ়, অন্ধ আজি, আমরা কেহই নাগা হতে চাইনা বেআব্রু সংকটে বিচলিত, তবু দুষ্টচক্রের ভুল নির্দেশে - ভুল পথে চলেছি।

... মুক্তি চাই পিতা। পথ দেখাও .. সুন্দর । শোভন । উজ্জ্বল । প্রান্জল ।

এম.এ.মোমিন ০৫এপ্রিল, ২০০৩  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.