চুপ, কোন কথা নয়।
আজ ১ সেপ্টেম্বর। আমার মনেই ছিল না, এক বন্ধুর মেসেজ পেয়ে মনে পড়লো আজ রুয়েট এর জন্মদিন। মজার ব্যাপার হল আমি বর্তমানে যে মোবাইল নম্বরটা ব্যবহার করি ও সেটায় মেসেজ না দিয়ে রুয়েট এ থাকতে যেটা ব্যবহার করতাম (ওটা এখন নেট ইউজের জন্য ব্যবহার করি) সেটাতে দিয়েছে। যাই হোক পুরনো কিছু স্মৃতি মনে পড়লো।
মনে হয় এই তো সেদিনের ঘটনা। তৎকালীন বিএনপি’র নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০৩ সালের এই দিনে Bangladesh Institute of Technology (BIT), Rajshahi কে Rajshahi University of Engineering & Technology (RUET) হিসেবে ঘোষণা করলো অর্থাৎ ইন্সিটিউট থেকে ইউনিভার্সিটি করলো। সারা ক্যাম্পাসে আনন্দের বন্যা বয়ে গেল।
আজ পেপারে আরেকটা নিউজ দেখলাম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী।
আচ্ছা, বিএনপি কি এ জন্যই এই দিনটিকে বেছে নিয়েছিল ঘোষণার দেবার জন্য?
সে যাই হোক, তাদের ধন্যবাদ ঘোষণা দেয়া ও বাস্তবায়নের জন্য।
রুয়েটের জন্মদিনে রুয়েটকে তথা সকল বর্তমান ও প্রাক্তন রুয়েটবাসীকে শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।