Chefchaouen মরোক্কোর উত্তর পূর্বে ভূমধ্যসাগরের কাছাকাছি এবং রিফ পর্বতমালার কেন্দ্রে ছোট্ট একটি আকর্ষনীয় শহর যার লোক সংখ্যা ৪০,০০০। ছবিরমত সুন্দর এই শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এর পিছনে প্রধান কারণ কম খরচে থাকার ব্যবস্হা, রিফ পর্বতের জন্য মনোরম পরিবেশ সর্বোপরি শহরের সর্বত্র নীল রঙের ছড়াছড়ি। আরও একটি কারণ আছে যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষনীয় তা হলো ড্রাগের সহজলভ্যতা। ১৪৭১ সালে চারদিকে রিফ পর্বতমালা পরিবেষ্টিত এই শহর তৈরী করা হয়। ১৯৩০ সালে ইহুদী শরনার্থীরা এখানে বসবাস করতো আর তারাই সর্বত্র নীল রং করা শুরু করেন বিশেষত বাড়ীর দেয়াল । তথ্য এবং ছবি নেট থেকে সংগৃহিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।