আমাদের কথা খুঁজে নিন

   

সেই সামু থেকে এই সামু (ব্লগ এবং ব্লগার) : নতুন ব্লগারদের জন্য একটি সিরিজ পর্যালোচনা - পর্ব ২

আর জন্মে "এ টীম" হইতে চাই... কথায় আর কাজে... আমি এমনই বাজে!!! [ "সামহয়্যারইনব্লগ ডট নেট" ব্লগকে নিয়ে যেই মেগা সিরিজটি শুরু করেছি সেটি নিয়ে মনে হয় খুব বেশি দূর এগোনো সম্ভব হবেনা আমার নিজের আলসেমী + ব্যস্ততা + লিখার ধারাবাহিকতা রক্ষা করার প্রচেষ্টা প্রভৃতি কারণে! এর সাথে যুক্ত করতে হবে আমার সন্তানদেরকে সময় দেবার তাগিদ, পাঠক হিসেবেই ব্লগে নিজের স্থান নির্ধারণের আবশ্যকতা বোধ করা, "ডিজিটাল বাংলাদেশ"-এর ডিজিটাল বিদ্যুৎ ব্যবস্থার ক্ষপ্পরে পড়া, আর সর্বোপরি, পোস্ট সেভ না করে বের হয়ে যাওয়ার মতো অতি-স্বাভাবিক কর্মকান্ডগুলো এখনোও আমার মধ্যে বিদ্যমান থাকার সমষ্টি। ফলাফল হিসেবে ৩ দিনের স্থলে ২১ দিনের মাথায় এই ২য় পর্ব পোষ্ট করা! ] পর্ব ২ : আজকের এই দ্বিতীয় পর্বে ব্লগ সম্পর্কে কিছু সাধারণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো এবং সেই সাথে "সামহয়্যারইনব্লগ ডট নেট"-এর বর্তমান পর্যায়ে আসার ধারাবাহিকতার একটি সামান্য রূপরেখা জানানোর প্রচেষ্টা থাকবে। ব্লগের নিয়ন্ত্রকঃ প্রথমেই আসে, "ব্লগের নিয়ন্ত্রক কে?" - এই প্রশ্নটি। সাধারণভাবে আসলে কোনো একক ব্যক্তিকে আমরা যেমন এক্ষেত্রে নির্ধারণ করতে পারিনা তেমনি একটি সমষ্টিও এতে যুক্ত আছে তেমনটি ভাবার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, দায় অবশ্যই সবার উপর বর্তায়।

*** এ্যানি ওয়ে। যে কোনো এক বা একাধিক ব্যক্তির বিতর্কিত কর্মকান্ডের ফলে পুরো ব্লগ কর্তৃপক্ষের এরূপ নাস্তানাবুদ হওয়া অহরহই ঘটচে। আর কর্তৃপক্ষও বিভিন্ন সময় নিজেদের স্ট্রাটেজিতে বিভিন্ন ধরনের বিষয়াদি যুক্ত করে সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করে ব্লগের একটা সাধারণ চরিত্র বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন যেখানে "বাণিজ্য"-ই মূল বিবেচ্য বিষয়। যাই হোক। এখন তাহলে জেনে নিন "একটি ব্লগ কিভাবে চলে" সেই সম্পর্কে।

সাধারণভাবে একটি ব্লগের কর্তৃপক্ষ হিসেবে তিনটি ভিন্ন কার্যক্রম পরিচালনার দল থাকেনঃ ১. ডেভেলপমেন্ট টীম (যার সদস্যরা সংক্ষেপে "ডেভু" নামে পরিচিত), ২. মর্ডারেটর টীম (যার সদস্যরা সংক্ষেপে "মডু" নামে পরিচিত) এবং ৩. ম্যানেজমেন্ট টীম (সকল কর্মের হর্তাকর্তা!) এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে পড়ুনঃ ১. অরিল্ড বসের নিজের জবানীতে; ২. ব্লগের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সেই সম্পর্কে রুদ্রপ্রতাপের একটি পোষ্ট। ব্লগের ক্রম-বিবর্তনঃ ব্লগের ধারাবাহিক উন্নয়নকে আমরা ব্লগের বিবর্তন বলতে পারি। ২০০৫ সারের ভার্সন থেকে এবং তখন যেসব আইন কানুন মেনে ব্লগিং করা হতো সেগুলোর পরিবর্তনের ধারাবাহিকতায় আজকের এই ভার্সন। ব্লগের নিয়ম কানুনগুলোর সূচনা এবং পরিবর্তন মূলত এক একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে ঘটেছে। যেমন, রাগ ইমন ও হোসেইন বসের কিছু বাদানুবাদ ও তৎকালিন ব্লগীয় আবহের কারণে অরিল্ড ভাই the moderation issue - disciplined writing and gentleman behaviour নামে একটি পোষ্ট দেন যেখানে তিনি একটি গাইড লাইনের সুচনা করেন ও "চোর" বস আরো বেশ কিছু বিষয়ের সংযোজন করে (৮৬ নং মন্তব্য) একটি পূর্নাঙ্গ নীতিমালার গাইড লাইন দেখান।

এখন যদি আপনি "চোর" বসের মন্তব্য ও বর্তমানে প্রচলিত নীতিমালা মিলিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন অনেকগুলোরই সূচনা ছিলো সেখানে। যা হোক। নীতিমালায় আরো কিছু সংযোজন এসেছে আগে পরে বিভিন্ন সময়ে। তবে ব্লগের আউট লুকের অর্থাৎ প্রথম পৃষ্ঠার দৃশ্য এবং সুযোগ সুবিধার সংযোজন এতো বেশি বার করা হয়েছে যে আমি আপনাদের সবগুলোর হদিস দিতে পারছিনা। তবে কিছু কিছুর সূত্র দিয়ে যাই।

এবার দেখেন আউট লুকঃ ২০০৫ সালের ডিসেম্বর মাসের ছবি ২০০৬ সালের ফেব্রুয়ারী মাসের ছবি ২০০৬ সালের ডিসেম্বর মাসের ছবি ২০০৭ সালের মে মাসের ছবি ২০০৭ সালের নভেম্বর মাসের ছবি ২০০৮ সালের মার্চ মাসের ছবি ২০০৮ সালের অক্টোবর মাসের ছবি ২০০৯ সালের মার্চ মাসের ছবি ২০০৯ সালের অক্টোবর মাসের ছবি ২০১০ সালের মে মাসের ছবি ২০১০ সালের অক্টোবর মাসের ছবি ২০১১ সালের ফেব্রুয়ারী মাসের ছবি ২০১১ সালের জুলাই মাসের ছবি আর সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা কি বলবো! সেই আবহমান কাল থেকেই তা চলে আসছে~ চলছে~~ চলবে~~~ যেমনঃ ২০০৬ সালের জানুয়ারী মাসেই প্রায় ২৭ টি সুবিধা যুক্ত করা হয় যার মধ্যে রয়েছেঃ ১. প্রথম পাতায়ই লগইনের ব্যবস্থা (আগে নিজের পাতায় ছিলো); ২. পাসওয়ার্ড পুনরুদ্ধারের ব্যবস্থা (আগে এটা ছিলো না! সম্ভবত এর প্রথম শিকার হোন অন্যমনস্ক শরৎ ভাই); ৩. পাসওয়ার্ড পরিবর্তনের ব্যবস্থা (আগে এটা সম্ভব ছিলো না); ৪. হিট কাউন্টার সেট করা (ব্লগের জন্য এবং সেই সাথে প্রতিটি ব্লগারের জন্য আলাদা আলাদা ভাবে); ৫. নিজের পেজে নিজের করা সব পোস্টের লিংক যুক্ত করা হয় (আগে খুজে পেতে আনতে হতো); ৬. ব্লগের হোমপেজে দশ জন ব্লগারের পরিবর্তে ত্রিশ জন ব্লগার (কি বুঝলেন?) ৭. রেজিস্ট্রেশনের সময় দেয়া ইমেইল-এর ভেরিফিকেশন চালু করা হয়; (মাথা ঘুরাইয়া উল্টাইয়া পড়ার ইমো হবে!); ৮. লগ আউট করার পর প্রথম পেজে রিডাইরেক্ট হওয়া; ৯. ব্লগারদের মতামত জানানোর ব্যবস্থা করা (ভুটা-ভুটির সিস্টেম!); ১০. "বাগ" ফিক্সিং করা (কয়েক বছর লাগছে সমাধান করতে; না থুক্কু, অহন-তরি পারে নাই)। . আইজকা এই পর্যন্তই থাহুক। আবার অইন্য দিন কমু-নে! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।