আমাদের কথা খুঁজে নিন

   

বাহাত্তরের সংবিধানে ফেরা: আওয়ামীলীগ কি ভোটের সময় পীরের মাজারে দোয়া চাইতে যাবেনা?

অরণ্যতে অন্ধকার আকাশেতে আলো।...খুঁজিতেছি কোথা তুমি, কোথা তুমি।

বাহাত্তরের সংবিধানে ফেরার প্রস্তুতি নিচ্ছে সরকার। এব্যাপারে আজ সর্ব দলীয় কমিটি করার কথা। অথচ প্রধান বিরোধীদল বিএনপি থাকছেনা সে কমিটিতে। সব মিলে সরকার আবারও দেশকে অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে কিনা সে ব্যাপারে অনেক আলোচনার অবকাশ আছে। তবে সে বিষয়টা রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দেয়া যাক। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ট এই দেশে- যেখানে অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম করা হয়েছে, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ সংযুক্ত করা হয়েছে , যে দেশে নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো ভোট চাইতে যাওয়ার আগে যায় পীরের মাজারে, আয়োজন করে দোয়ার মাহফিলের- সেই দেশে কি বাহাত্তরের সংবিধানে ফিরলে আওয়ামীলীগের মুসলমানরা ননমুসলিমের খাতায় নাম লেখাবেন? আর যদি তা না করেন তবে যখন নির্বাচনী প্রচারণায় নামার আগে মিলাদ মাহফিলের আয়োজন করবেন তখন বাহাত্তরের সংবিধান কোথায় তুলে রাখবেন? সংবিধান বিশেষজ্ঞরা মত দিচ্ছেন যে বাহাত্তরের সংবিধানে ফেরার ব্যাপারে জনগণের সম্পৃক্ততা দরকার। অর্থ্যাৎ গণভোটের প্রয়োজন। প্রশ্ন হল আওয়ামীলীগ কি গণভোটের আয়োজন করবেন? নাকি সংবিধানকে বাপ-দাদার সম্পত্তি মনে করে যা খুশি তা-ই করবেন? আওয়ালীগ যদি জেদের বশে তাদের পথে হাটতে থাকেন তাহলে এটা কি তারা দেশকে একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়ার পায়তারা করছেন না?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।