আমাদের কথা খুঁজে নিন

   

আব্দুলের বেতন বৃদ্ধি

Natun kishu bhabsi একটা পুরানো গল্প মনে পড়ে গেল। বাড়ীর চাকর আব্দুল প্রায়ই বেতনের জন্য আক্ষেপ করলেই মালীক তাকে আশ্বস্থ করে বলতো। - চিন্তা করিসনা আব্দুল, তোর বেতন বাড়য়া দিলাম। বছর বছর আব্দুলের বেতন বাড়লেও, আব্দুল কোনদিন বেতন বলে কিছু পেতোনা। ভা্বছেন গল্পটা তো আমরা সবাই জানি, কিন্তু এখানে কেনো? - ঠিক ধরেছেন! কদিন আগেই দেখলাম ধুমপানের জন্য জরিমানা ৫০ টাকা থেকে আব্দুলের বেতনের মতো বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে বটে কিন্তু কেউ কি জানে কবে কে এজন্য জরিমানা দিয়েছে। আইন প্রয়োগকারী সকলেই অবাধে যেখানে ধুমপান করে যাচ্ছে তাদের কাছ থেকে কে এই বর্ধিত হারে জরিমানা আদায় করবে যেথানে পূর্বের হারেই কেউ জরিমানা দিয়েছে বলে আমরা জানিনা। এটা আব্দুলের বেতন বৃদ্ধি নাতো কি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।