আমাদের কথা খুঁজে নিন

   

রমনিকে কটাক্ষ করে বরখাস্ত ইয়াহুর ওয়াশিংটন ব্যুরোপ্রধান

অচিন আমি অচিনপুরের । চিনতে চাই নিজেকে । চিনতে পারলামনা নিজেকে তাই , একলা একা এই আমি একলা থাকতে ভালোবাসি । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে নিয়ে ‘ঠাট্টার’ জন্য চাকরি হারাতে হয়েছে ইয়াহু নিউজের ওয়াশিংটন ব্যুরো প্রধান ডেভিড ক্যালিয়ানকে। মঙ্গলবার হ্যারিকেন আইজাক নিয়ে আলোচনার সময় সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে ক্যালিয়ান রিপাবলিকান নেতা রমনিকে ‘কৃষ্ণাঙ্গবিরোধী’ হিসেবে তুলে ধরে একটি মন্তব্য করেন, যা অসমীচীন মনে হয়েছে ইয়াহুর কাছে।

এই কারণে ক্যালিয়ানকে বরখাস্ত করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ওই মন্তব্য প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গী নয় বলেও ইয়াহু নিউজ জানিয়েছে। রমনি শিবিরের কাছে ক্ষমাও চেয়েছে তারা। এদিকে ক্যালিয়ানি তার ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি ঠাট্টাচ্ছলে ওই মন্তব্য করেছিলেন।

লুইজিয়ানায় রিপাবলিকান দলীয় জাতীয় সম্মেলনের প্রতি ইঙ্গিত করে ক্যালিয়ানি বলেছিলেন, “যখন কৃষ্ণাঙ্গরা ঝড়ে ভেসে যাচ্ছে, তখন একটি পার্টি দিতে পেরে তারা (রমনি পরিবার) বেশ খুশি। ” লুইজিয়ানায় অনুষ্ঠিত রিপাবলিকান দলীয় জাতীয় সম্মেলন হ্যারিকেন আইজাকের কারণে একদিন পিছিয়ে শুরু হয়। ইউটিউবে পোস্ট করা ওই অনুষ্ঠানের ভিডিওচিত্রে দেখা যায়, ধারাভাষ্যকার ক্যালিয়ান আইজাক নিয়ে কথা বলছিলেন। ওই সময় রমনি ও তার স্ত্রী অ্যানের ফুটেজ দেখানো হয় এবং তখন ভাষ্য শোনা যায়, “এ নিয়ে (ঝড়) তাদের (রমনি ও তার স্ত্রী) কোনো উদ্বেগ সম্ভবত নেই। ” এর পরপরই হাস্যরত ডেভিড ক্যালিয়ানের মন্তব্য শোনা যায়- “যখন কৃষ্ণাঙ্গরা ঝড়ে ভেসে যাচ্ছে, তখন একটি পার্টি দিতে পেরে তারা (রমনি পরিবার) বেশ খুশি।

” পরবর্তী সময়ে ক্যালিয়ান তার ফেইসবুক পাতায় এক চিঠিতে এই ‘অযাচিত, চিন্তাহীন ঠাট্টার’ জন্য ক্ষমা চান। তিনি বলেন, “হ্যারিকেন আইজাকের মধ্যেই রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের চ্যালেঞ্জ নিয়েই আমি মন্তব্য করছিলাম। ” ইয়াহুর মুখপাত্র জানান, ক্যালিয়ানের বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে রমনির প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করে তার সহকর্মী, সমর্থক এবং যে কেউ এই মন্তব্যের জন্য যারা আহত হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়েছি। ” মিট রমনি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন।

লুইজিয়ানার টাম্পায় দলীয় জাতীয় সম্মেলনে বিপুল দলীয় সমর্থন নিয়ে তিনি মনোনয়ন পান। মুল খবর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।