খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ঈমানদার বান্দা-বান্দীদেরকে প্রতি ক্ষেত্রে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করতে বলেছেন। খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যে অনুসরণ করবে সে অবশ্যই কামিয়াবী হাছিল করবে। হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা-ফাসাদের যামানায় আমার একটি সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ গুরুত্ব সহকারে পালন করবে, তার জন্য একশ শহীদের ছওয়াব রয়েছে।” সুবহানাল্লাহ! স্মরণীয় যে, মানুষের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে নিকাহ বা বিবাহ। এ সুন্নতটি আদায়ের মাধ্যমে বান্দা-বান্দী উভয়ে পূর্ণতা লাভ করে থাকে। কাজেই নিকাহ বা বিবাহের সুন্নতটি আদায়ের ক্ষেত্রে যাতে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অনুসরণ করে আদায় হয় সে ব্যাপারে সকল বান্দা-বান্দী ও উম্মতের গুরুত্ব দেয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।