সকল প্রকার জাগতিক গেঞ্জাম থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টায় রত একজন মানুষের ব্লগ....... সুদীর্ঘ সময় পর ব্লগ লিখতে বসলাম আজ । প্রিয় কিছু সংগীত আজ ব্লগার ভাই ও বোনদের শোনাবো ( মানে, যদি শুনতে আগ্রহী হন আর কি )
১. Un Amor by Gipsy Kings
গানের নামটি বাংলা করলে দাঁড়ায়ঃ এক ভালোবাসা
স্প্যানিশ ফ্ল্যামেনকো ধাঁচের এই গানটি গেয়েছেন নিকোলাস রেইস। অত্যন্ত শক্তিশালী গলার অধিকারী এই গায়কের এই গানটি প্রথমবার শুনে বেশ কড়া/আগ্রাসি বলে মনে হলেও মনোযোগ দিয়ে যদি শোনা হয়, তাহলে গানটির মাঝে যে আবেগ লুকিয়ে আছে, সেটা অনুধাবন করা যায় ।
২. Appassionata by Secret Garden
যন্ত্রসংগীত এবং বেশ দুঃখের সংগীত । যদি জীবনে কোনো দুঃখের ঘটনা এবং সম্পর্কিত স্মৃতি থাকে, তবে সেগুলো মনে পড়ে যাবার সম্ভবনা অনেক বেশি ।
৩. Virgen de Amor by Paco de Lucia
এটি ফ্ল্যামেনকো গিটারের সর্বশ্রেষ্ঠ বাদক পাকো ডি লুসিয়ার যুববয়সের সৃষ্টি । সাথে ছিলে আরেকজন গিটারবাদক । এমনই একটি যন্ত্রসংগীত, যা এর স্রোতাকে অবশ্যই অবশ্যই অবশ্যই আবেগাপ্লুত করবে । যাচাই করতে চাইলে নিজেই শুনে দেখুন....
৪. Koyunbaba (3rd movement, Cantabile ) composed by Carlo Domeniconi, Played by George Vassilev
Carlo Domeniconi এর সংগীতকে পশ্চিমা ও আরব/পার্সিয়ান সংগীতের সেতুবন্ধন হিসেবে বলা হয়ে থাকে । এটি শুনলে ব্যাপারটা পরিষ্কার হবে ।
অসাধারণ বললে একে খাটো করা হয় ।
আজ আপাতত এই চারটিই । শুনে দেখুন । যদি ভাল লাগে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন । আশা করি এখন থেকে আবার ব্লগে নিয়মিত হব... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।