আমাদের কথা খুঁজে নিন

   

বাচ্চাকালের ডায়েরী (পর্ব ৩)

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি ৯ জানুয়ারি ২০১০ (ক্লাস ৮ এ উঠে গেছি) Here comes the sky again ...yes Um back! Back with my fame(sorry,name) । প্রায় দশ মাস পর আবার আসলাম । শীতকাল বলে ব্যপক ঠান্ডা পড়ছে। উম্মাদ পত্রিকা থেকে একটা শব্দ শিখেছি । সেটাই আমি এখন বলব,ব্র্যাক্তিকর ।

তারপরেও আমি খালি গায়ে আছি । শীতের সাথে যুদ্ধ করছি । যাই গা । ১৬ জানুয়ারি ২০১০ আজ কে ৩ ইডিওটস দেখলুম মাইরি । বিশ্বাস(উচ্চারন করেন বিসসাস) করুন চোখ ফেটে জল বেরোল ।

(এখন একটু হাসিই পাচ্ছে তখনের কথা ভেবে । )আসলে জয় এর গানের কথা ভেবেই কান্না করেছিলাম , sari umre ham...mar mar ke jiliye...ek pal to ab hame,jine do jine do....nananananan give me some sunshine give me some rain give me another chance i wanna grow up once again... AT the end Joy quit...But i wont...Never ever ১৭ ফেব্রুয়ারি ২০১০ (রাত) মন খারাপ বিধায় ডায়েরী লিখছি । প্রচুর মন খারাপ । (এরপর আবারো ইমোশনাল কথা বার্তা । সবাইকে পড়তে দেয়া যাবে না ।

এবার দাদাকে মিস করছিলাম ) ২৪ ফেব্রুয়ারি ২০১০ আবার বেশ কয়েকদিন পর এলাম । পুরানো একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে । ক্লাস ফোরে না থ্রিতে থাকতে আমি তিন পৃষ্ঠার একটা হ্যারি পটার লিখেছিলাম । তিন পৃষ্ঠাতে সব কাহিনী শেষ । আকিফ কে পড়তে দিসিলাম ।

ও দেখলাম বেশ প্রশংসাই করেছিল । আজকে ওদের বাসায় গেছিলাম । ঐখানেই অতীতের কথা তুলেছিলাম । হাহাহাহা । আজকেও বলে হ্যারি পটারটা বেশ ভাল হয়েছে ।

তিন পৃষ্ঠার যে হ্যারি পটার লিখেছিলাম না??তাও পেন্সিল দিয়ে,আর খাতা টাও এত বড় ছিল না এখনকার মত । এখনকার অর্ধেক সাইজের খাতায় লিখেছিলাম । আগে অনেক সাইজের খাতা পাইত । এগুলা এখন পাওয়া যায় কিনা জানি না । নাখালপাড়ায় আমার জীবনের সেরা সময় গুলা কাটিয়েছি ।

এখন এই বাংলামটরের এই ফ্ল্যাটে এসে আমি বন্দী জীবন কাটাইতেছি । আর ভাল লাগে না । জীবন ইজ তামা তামা । এখানে শুধু একটা ফ্যামেলি । ঐখানে যে আমরা কত জন ছিলাম তার হিসাব নাই ।

মিসিং দেম । অনেক কথাই এখন মনে পড়ছে । একগাদা বন্ধু বান্ধব । আমার বড় বোনের ''টিকটিকি'' নামক গ্রুপ । যেটাতে সব কাজিন রা মেম্বার ছিল ।

সিলেট থেকে যারা আসত তারাও,ঢাকায় যারা থাকত তারাও । কেবল মাত্র আমি বাদে । কারণ সবার ভিতর আমি ছিলাম ''ঘাউড়া''। ছি নিজের সম্পর্কে আমি এসব কি বলছি ধুত !আমার বোনের এন্টি পার্টি হিসেবে আমি একটা গ্রুপ খুললাম ''গিরগিটি'' । আহা! যেদিন খুললাম সেদিন ছিল আমার জীবনের সেরা একটা সময় ।

একটা কাগজে গিরগিটির মেম্বারদের নাম করনীয় কাজ ইত্যাদি লেখে আমার সিগনেচার দিয়ে কয়েকটা ফটোকপি করায় সব মেম্বার দের কে দিলাম । বোন নিজের মেম্বার সব গায়েব হয়ে যাচ্ছে দেখে আমাকে দলে নিয়ে বহুত তেলায়ে। আহ! সেইদিন জীবনের সেরা পার্ট নিসিলাম । তবে দুঃখের কথা কাগজে কলমে গিরগিটির ঠাই হবার পরপরই তা আবার বন্ধ হয়ে গেল । আমার জীবনের প্রথম গ্রুপের মেয়াদ ছিল একদিন ! এখন আফসোস লাগতেসে ।

সমঝোতা চুক্তি না করলেও হইত!(চলবে ) আগের পার্টের link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।