আমাদের কথা খুঁজে নিন

   

বিকারগ্রস্থ মস্তিস্কের বিকার ভাবনা !!! কিছু স্মৃতি, কিছু অনুভূতি ছবি ব্লগের মাধ্যমে প্রকাশ ( প্রেম ও ভ্যাবাঁচ্যাকা খাওয়া নিয়ে কুতকুতি আছে এমন বড়বাবুরা দূর হটো )

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !! এমন এক রাতে আকাশ কে চুম্বন খেয়ে বসেছিলাম জ্বলন্ত কয়লা এ যেন আমার ঠোটঁ রাখলাম কি হলো ? বলতো ? এখনও পুড়তে আছি আমি !! পুড়বো অনন্তকাল । । এর কনো ক্ষমা নেই । থাকে না । ।

। একটা সময় ছিল যখন আমি ফেইসবুক এ থাকতাম,অজানা আতঙ্কে আমার বুকের ভেতর টা কেপে উঠতো... এই বুঝি আমি কমেন্ট করে বসলাম,এই বুঝি তোমাকে একটা ম্যাসেজ করে বসলাম... যতক্ষন ফেইসবুক এ থাকতাম,তোমার profile থেকে দূরে থাকতে চেষ্টা করতাম,পারতাম না... তোমার কোন আপডেট দেখলেই বুক টা ধক করে উঠতো। ভয়ে ভয়ে আপডেট চেক করতাম,তারপরও তোমার খোঁজ নিতাম.... তারপরও কোনদিনও তোমাকে ম্যাসেজ করিনি,তোমার সাথে যোগাযোগের চেষ্টা করিনি। হয়ত আর কখনো করব ও না,যদি তুমি নিজ থেকে যোগাযোগ না কর... যখন ই যোগাযোগ করতে চেয়েছি,কোথায় যেন বাধা পেয়েছি... হয়ত বা আমার অতিরিক্ত egostic মন ই বাধা দিয়েছে... জানিনা তুমি আমার এই লেখার পাঠক হবে কিনা,তারপর ও তোমার উদ্দেশে লিখছি... অনেকদিন কথা হয় না তোমার সাথে,কেমন আছ তুমি...??? আমি আমার নিয়তি মেনে নিয়েছি... আমাকে ছেড়ে তুমি কতটুকু সুখে আছ তা জানি না, তবুও মাঝে মাঝে উকি দিয়ে দেখি... অদ্ভুদ সুখেই আছ... সেই নিরব হাসি আজও আছে.. থাকুক...ভালবাসা কে ভুলে গিয়েছ, কবর দাওনি... (এইটা মনে হয় আমার লেখা না তবু আমার সব মনে উজার করে ঢেলে দেওয়া অনুভূতি খুজে পাওয়ার মতো কিছুর শব্দের গাথুনিঁ -- ও আচ্ছা আমার মনে হয় না বলছি কারন আমি ফেইসবুক থেকে পোষ্ট মারছি অনেক আগের কিছু পোষ্ট -ছ্যাঁকা খাওয়ার পর ) হাহাহা 1)তোমাকে প্রয়োজন - অন্ধকারে মাঝে একফোটা আলোকে তোমাকে প্রয়োজন - স্নিদ্ধ ভোরের শিউলি ছাওয়া পথে তোমাকে প্রয়োজন - রুপালো জোছনায় যখন উজ্জ্বল চারিদিক তোমাকে প্রয়োজন - শিহরন জাগা রাতে , শুধু তুমি আর আমিতে তোমাকে প্রয়োজন - বিস্ময় চোখে পৃথিবী দেখাতে তোমাকে প্রয়োজন - ক্লান্তহীন পথ তোমার সঙ্গ পেতে তোমাকে প্রয়োজন - বলতে না পেরে এখনও নির্বাক আমি হ্যাঁ তোমাকেই প্রয়োজন -সত্যি বলছি তোমাকেই প্রয়োজন ...... (সংক্ষিপ্ত রুপ ) ২)শামুক আমাকে বললো, " ফিরে যাও, আমি কিন্তু গুটিয়ে নিয়েছি!" সেই আভিমানে নোনা জলও শুকিয়ে গিয়েছে...রৌদ্দুরে তীব্রতায় খড়া লেগেছে জ্যোৎস্নায় ... আমি কিন্তু আকাশ পানে তাকানি!'' আমি কিন্তু চোখ মুছিনি ,...... আমার চোখের জল চোখেই শুকায় ( প্রথম দুই লাইন ধার করা কবি হেনরী ---- ) ৩) সময় আপেক্ষিকতার নিরামক মাত্র আসে আবার চলে যায় । দিন আসে ,দিন যায় -রাত আসে রাত ফুরায় - অবশেষে রেখে যায় কিছু স্মৃতি -- ক্যালেন্ডার উল্টাতে থাকে ...সন মাস ...তারিখ ...শতাব্দী...সহস্রাব্দ... তবুও সময়-স্মৃতি-প্রিয়মুখ বারবার ফিরে আসে ...!!! ৪) মাঝে মাঝে নিজেকে ঘাস মনে হয়, মনে হয় প্রতীক্ষা করছি কোনো এক ঘাস ফড়িংযের জন্য, শেষ হয় না সেই প্রতীক্ষার প্রহর শুধু দিবাচর আর নিশাচরেরা চড়ে যায় এই বুকের উপর।

( মনে হয় বড় ভাইয়ের লেখা তবুও কনফিউশন ...সংগ্রহ ভালো লেগেছে তাই দিলাম এইটা শুধু ) ৫) এমনই একদিন আমাকে তোমার মনে পরবে ! যত সহজে করেছো অবজ্ঞা- অবহেলা ! দেখো নিজেকে ঠিক ততখানিই ঠুনকো মনে হবে ভালোবাস ভালোবাসা খেলেছো যে খেলা ? ঢিলটি মারলে তাতে পাটকেলটি খেতেই হয় তুমি তৈরি থেকো, মনে পরবেই আমায় !!!! (আবারোও বড় ভাইয়ের কবিতা দিলুম - কেন জানি এইটা আমার সাথে যায় তাই ভালো লাগে হাহাহহাহাহাহ ) ৬) তুমি তো যাচ্ছো চ'লে আমাকে কিছু দাও ! না হয় এক পেয়ালা বিষ দেও , , আমার রক্তের শিরায় শিরায় তোমার স্পন্দন বন্ধো হোক একটা বিষক্ত ছোবল দেও ! আমার নিশ্বাস নীল চুম্বন থেকে ভালো - বিশ্বাস এতো ঘুন ধরলো না !!! ঘৃণা জমলো না তুমুল কালো মেঘের মতন !!! তাও ভালো !!! (ছ্যাকাঁ খাওয়ার পরবর্তী ইফেক্ট হাহহাহাহাহা ) ৭) অবশেষ !! এক বুক হতাশা পান করলাম !!! অনেক তিক্ততা হলেও কষ্ট করে গিলতে হল !!! তবুও তোমায়তো দীর্ঘশ্বাস থেকে মুক্তি দিলাম !!! তোমার ভালো-থাকা দেখে হয়তো আমি ঈর্ষা বোধ করবো -কিন্তু প্রতিনিয়ত বলবো ভালো থাকো তুমি তোমার মতন !! বিদ্রঃ যাদের প্রেম নিয়ে কুতকুতি আছে তাদের মন্তব্য নিষ্প্রয়োজন - ছ্যাকাঁ খাইছি বইলা প্রেমে মরা জলে ডুবে না এমন নয় - জাইতা ডুইবাতেই হইবেক এমন ও নয় -- তাগো দেখলে উস্টা দিতে মঞ্চায় -- হালায় প্রেম করছিস ছ্যাকাঁ খাবি মাস্ট তাই বইলা হারপিক খাইতে হইবেক -- বিপুক বিনেদন পাই এই রখম বলদ / বলদী গুলানরে দেখিয়া -- কি আর কমু হারপিক উফফফফফফ হারপিক কাহিনী অন্য দিন -- লিখমু -- মনে পড়ে গেল হাহাহাহাহ এখনও ভাবনে হাসি পায় -- সুন্দরী বাড়িওয়াল্লীর মাইয়া আহা আহা -- হারপিক কাহানী --- পুনশ্চঃ কবিতা গুলো যাতে ব্লগে এক সাথে থাকে তাই পোষ্ট দিয়েছি - ফেইসবুকে হারাইয়া যাইবো -তাই এইখানে প্রসব করিলাম -- !!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।